প্রতিযোগিতার যুগে নিজেকে সবার থেকে আলাদা করে নেওয়ার তাগিদ প্রত্যেকেরই থাকে। আর ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে নেওয়ার একটি অন্যতম হাতিয়ার হচ্ছে ফ্যাশন। নিজস্ব কেতায় আপনি খুব সহজেই নিজেকে অন্যদের থেকে আলাদা করে নিতে পারবেন।
স্টাইল স্টেটমেন্টের একটা বড় অংশ জুড়ে থাকে চুল। চুলের রং করে বা নানা রকম ভাবে কেটে নিজের চেহারায় পরিবর্তন আনা যায়। কী ভাবে করবেন চুলের বাহার?
হাইলাইট: চুলে হাইলাইট করাটা নতুন কিছু নয়। তবে হাইলাইট করার জন্য কোন রং বেছে নিচ্ছেন তার উপর নির্ভর করছে আপনাকে সকলের থেকে কতটা আলাদা লাগবে। ইলেকট্রিক ব্লু বা সি গ্রিন রঙের হাইলাইট ব্যবহার করুন। ত্বকের রঙের সঙ্গে সঠিক রঙের হাইলাটার বেছে নিতে পারলে তা আপনাকে একেবারে বদলে দিতে পারে।
Advertisement

নিজের ইচ্ছা মতো চুল স্ট্রেটনিং অথবা কার্লিং করাতে পারেন।
অ্যাম্বার: সম্পূর্ণ চুলে রং না করে চুলের নীচের দিকের কিছুটা অংশে মানানসই রং করুন। মাঝারি মাপের চুলের ক্ষেত্রে এই স্টাইল বেশি নজর কাড়ে।
হেয়ার কাট: চুলে রং করার সঙ্গে সঙ্গে রকমারি হেয়ার কাটও আপনাকে একটু আলাদা লুক দিতে পারে। যদি ছোট চুল পছন্দ করেন তা হলে লং বব হেয়ার কাট করাতে পারেন। চুলের এই স্টাইল এখন ট্রেন্ডিং। বড় চুলের ক্ষেত্রে লেয়ার উইথ ইউ কাটতে পারেন।
স্ট্রেটনিং এবং কার্লিং: নিজের ইচ্ছা মতো চুল স্ট্রেটনিং অথবা কার্লিং করাতে পারেন। তবে এই ক্ষেত্রে চুলে আধিক মাত্রায় হিট প্রয়োগ করা হয়। এতে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। যদি চুলে সরাসরি হিট প্রয়োগ করতে না চান তবে হেয়ার এক্সটেনশন অথবা রকমারি উইগের ব্যবহার করতে পারেন।
ছবি-শাটার স্টক।