কলকাতায় তেড়ে বাড়ছে গরম। গরম থেকে কি বাঁচাতে পারে গরমজামা? গরমজামা না পারুক, স্কার্ফ অন্তত পারে। শহরবাসীও বিশ্বাস রাখছেন এই তত্ত্বে।
উত্তরীয়ের চল বহুকাল ধরে চলে আসছে ভারতে। এই সময়ে বহুল প্রচলিত স্কার্ফ কি তারই বিবর্তিত রূপ? দূষণের জন্যেও অনেকেই স্কার্ফ ব্যবহার করে থাকেন। যে পরিমাণে গরম এই মার্চের শুরুতেই পড়ে গিয়েছে, তা দেখে বোঝাই যাচ্ছে স্কার্ফের চাহিদা কতটা বাড়তে চলেছে। গরমে স্কার্ফ ব্যবহার করে অনেকেই সানবার্ন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে থাকেন। করোনা আবহে মাস্কের সঙ্গে স্কার্ফের গ্রাহ্যতাও বেড়েছে।
ঠিক কোন ধরনের স্কার্ফ ব্যবহার করলে আরামও পাবেন ও তা রৌদ্র থেকে রক্ষাও করবে, তার হদিশ রইল এখানে।
Advertisement

১. সুতির তৈরি স্কার্ফ – অত্যন্ত হালকা ও আরামদায়ক হওয়ায় সুতির তৈরি স্কার্ফ বেশির ভাগ মহিলাই পছন্দ করেন। এটি দিয়ে মুখ ঢেকে চললেও আপনার কোনও অস্বস্তি হবে না বলেই আশা করা যায়।
২. শিফন নির্মিত স্কার্ফ – এটি অত্যন্ত হালকা হয়ে থাকে। এর ফলে ক্যারি করা খুবই সহজ হয়। একটু ভাল মানের হলে কোনও অস্বস্তির সম্ভাবনা থাকে না।
৩. সিল্ক বা রেশম নির্মিত স্কার্ফ – দামের দিক থেকে দেখলে রেশমের তৈরি স্কার্ফ একটু দামিই হয়ে থাকে। কিন্তু ক্যারি করার পক্ষে সুতির মতোই ভাল।
৪. ক্রেপের স্কার্ফ – অনেকটা জর্জেটের মতো হয়ে থাকে ক্রেপ। তবে গরমের জন্য খুব উপযোগী নয়।
এ ছাড়াও বিভিন্ন সূক্ষ্ম কাজের এথনিক স্কার্ফ বাজারে লভ্য।