Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ এপ্রিল ২০২৪ ই-পেপার

চেনা সামগ্রী নয়, বিয়ের উপহারে নতুন কিছু দিতে চাইছে কলকাতা

অনেকেই চান ধরাবাঁধা একঘেয়ে উপহার না দিয়ে অন্যরকম কিছু দিতে। তাদের জন্যই রইল কিছু অভিনব উপহারের খোঁজ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৭
প্রতীকী চিত্র


প্রতীকী চিত্র

চলছে বিয়ের মরসুম। বিয়েবাড়ির নিমন্ত্রণ বললেই সবার আগে যে জিনিসটার কথা মাথায় আসে তা হল নতুন দম্পতিকে কী উপহার দিয়ে অভিনন্দন জানানো যায়। অনেকেই চান ধরাবাঁধা একঘেয়ে উপহার না দিয়ে অন্যরকম কিছু দিতে। তাদের জন্যই রইল কিছু অভিনব উপহারের খোঁজ। শহরের দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যাবেন এই সব জিনিস।

কাস্টমাইজড উপহারঃ কফিমগ, কুশন কভার, ঘড়ির মধ্যে দম্পতির ছবি বসিয়ে শুভেচ্ছাবার্তা লিখে, তা উপহার দিতে পারে।

পাঞ্জাবী ও শাড়িঃ নব দম্পতিদের কথা মাথায় রেখে কাপল শাড়ি এবং পাঞ্জাবীর সেট পাওয়া যায়। বিয়ে বাড়ির উপহার হিসাবে আপনি বেছে নিতেই পারেন এই বিকল্পটি।

Advertisement

ফোটোফ্রেমঃ দিতে পারেন ফোটোফ্রেম। বাজারে নানা রকমের ফ্রেম পাওয়া যায়। এই উপহার নব বিবাহিত দম্পতির কোনও সুন্দর মুহূর্ত ধরে রাখতে সাহায্য করবে। নিজের বাজেট অনুযায়ী বেছে নিন পছন্দের ফোটোফ্রেম।



ল্যাম্পশেডঃ ল্যাম্পশেডও রাখতে পারেন আপনার উপহারের তালিকায়। নানা ধরনের ল্যাম্পশেড বাজারে পাওয়া যায়। যা নবদম্পতির নতুন সংসারে অন্দরসজ্জার একটি অঙ্গ হয়ে উঠতে পারে।

পারফিউমের সেটঃ দিতে পারেন পারফিউম সেট। তিন চার রকম পারফিউম নিয়ে একটি গিফট বক্স বানিয়ে তা উপহার দিন নব দম্পতিকে। সঙ্গে থাকুক ফুলের তোড়া।

এছাড়াও বিয়ের কনের জন্য মেকআপ সেট, ব্যাগ, রকমারি জাঙ্ক জুয়েলারি রাখতে পারেন উপহারের তালিকায়।

Advertisement