Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ এপ্রিল ২০২৪ ই-পেপার

একঘেয়ে লাগছে দেওয়াল, ছোটখাটো রদবদলে ভোল বদলে দিন

ছোটখাট রদবদল করে, কম খরচে আপনিও বদলে ফেলতে পারেন আপনার ঘরের দেওয়াল।

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী
কলকাতা ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২২
প্রতীকী চিত্র


প্রতীকী চিত্র

অতিমারি আর লকডাউনের প্রভাবে ঘরে থাকতে অভ্যেস্ত হয়ে গিয়েছেন সব্বাই। সুরক্ষার টানে জীবনথেকেবিলাসিতা, উৎসব, অনুষ্ঠান বাদ দিয়ে অন্য জীবনে অভ্যস্ত হয়েছেন আবাল-বৃদ্ধ-বনিতা। বাড়িটাই এখন জগৎ। নিজের চারপাশটাকে সুন্দরকরতে ঘরেরজিনিসপত্র, হাতে তৈরি সামগ্রী এই দিয়েই ঘর সাজিয়ে ফেলছেন সবটা। ছোটখাট রদবদল করে, কম খরচে আপনিও বদলে ফেলতে পারেন আপনার ঘরের দেওয়াল। দেওয়াল সজ্জারীতি এমন একটা পন্থা যা দিয়ে আপনারই চেনা ঘর হয়ে উঠবে নতুন। একই দেওয়ালের খানিক পাল্টে তাকেও নতুন রূপ দিয়ে নিজের চোখকে চমক দিন, জীবনকে করে তুলুন আরও ইতিবাচক।

বাড়ির মধ্যে কোনও একটা ফাঁকা দেওয়াল থাকলে যদি চান তো একবার রং করিয়ে নিতে পারেন। তার উপর নিজেরাই তৈরি করে নিতে পারেন কোনও ম্যুরাল।
বাড়িতে ছোটরা থাকলে অনেক সময় দেওয়ালে আকিবুঁকি কেটে দেয়। সবসময় নতুন রং করিয়ে ফেলা সম্ভব নয়, এ ক্ষেত্রে ওই সব আকিবুঁকির উপর সুন্দর একটা ছবি এঁকে দিতে পারেন।
আঁকার সমস্যা হলে আজকাল অনেকে দেওয়ালে অপসারণযোগ্য ছবি লাগিয়েনেনপছন্দমতো।
দেওয়ালের মাঝখানে একটা ফ্রেমে পুরনো দিনের সাদাকালো ছবি কোলাজ করে লাগাতে পারেন।
আপনার সন্তানের শৈশবের বহু মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতে পারেন কোলাজের আকারে।
ছোট কেউ বাড়িতে থাকলে তার আঁকা ছবিগুলোও কোলাজ করে লাগানো যেতে পারে। কচিকাঁচাদের জন্য বানাতে পারেন আঁকিবুকির দেওয়াল।
একটা উজ্জ্বলরঙেরবড়বোর্ডদেওয়ালেলাগিয়েছোটদেররোজকাররুটিন, ছোটখাট হাতের কাজ, ড্রয়িং পিন দিয়ে সাজানো যেতে পারে।
কোনও হাতের কাজ বা সূচিশিল্প করা কাপড় থাকলে তা-ওবাঁধিয়েরাখাযেতেপারে।মায়েরহাতেরকাজবাপুরনোকোনওছবিনতুনকরেফ্রেমকরেলাগাতেপারেন।
হ্যা ন্ডমেড পেপারের উপর কোনও চিত্রকলা বা মধুবনি ওয়াল ম্যাপট ঝোলানো যেতে পারে।
বাড়িতে কোনও পুরনো বালুচরি শাড়ি বা সোনালি-রূপোলি জরির কাজ করা বেনারসি শাড়ির টুকরো থাকলে ফ্রেমবন্দি করে দেওয়ালে লাগানো যেতে পারে।
বড় হাতে তৈরি ঘড়ি, ধাতব রেকাবি দিয়েও সাজানো যেতে পারে দেওয়াল।
ভাল ভাল পুরনো দিনের ছবি বা সিনেমার স্টিকার বা পোস্টার দিয়েও দেওয়ালের চেহারা পাল্টাতে পারেন।

Advertisement


Tags:

Advertisement