Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cloths

কম খাটনিতেই গুছিয়ে ফেলুন আলমারি

সপ্তাহান্তে এক দিন দেখে নিন, কতটা অগোছাল হয়ে গিয়েছে জায়গাটা। নিজ নিজ স্থানে ফিরিয়ে দিন জিনিসগুলোকে

প্রতীকি চিত্র

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৯
Share: Save:

কথায় কথায় অগোছাল হয়ে যায় আলমারিটা? বেরোনোর সময়ে কিচ্ছু খুঁজে পান না?
একটু ভেবে-চিন্তে কাজ করলেই সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
১) সপ্তাহে এক দিন ১৫ মিনিট সময় রাখুন আলমারির জন্য
চেষ্টা করুন একসঙ্গে বেশি কাজ জমিয়ে না ফেলতে। সপ্তাহান্তে এক দিন দেখে নিন, কতটা অগোছাল হয়ে গিয়েছে জায়গাটা। নিজ নিজ স্থানে ফিরিয়ে দিন জিনিসগুলোকে। একমাস পরে এই কাজটাই আরও কঠিন হয়ে যাবে।
২) বাড়ির সকলকে দায়িত্ব দিন
একা সব আলমারি গোছাতে গেলে কোনওটাই গোছানো হবে না। বরং সকলকে দায়িত্ব ভাগ করে দিন। নিজের নিজের জিনিস গুছিয়ে রাখার পাঠ দিন বাড়ির ছোটদেরও।

৩) দু’মাসে এক বার অপ্রয়োজনীয় জিনিস বাতিল করুন
আমাদের আলমারিতে এমন অনেক কিছুই জমে থাকে, যা আমরা বছর গড়িয়ে গেলেও ব্যবহার করি না। এমন সব জিনিস জায়গা আটকে তো রাখেই, সঙ্গে আলমারি গুছোনোর কাজেও সমস্যা সৃষ্টি করে। দু’মাসে অন্তত একটা দিন হাতে এক ঘণ্টা সময় রাখুন নিজের আলমারির জন্য। বাদ দিন কিছু অপ্রয়োজনীয় জিনিস।
এই তিনটি অভ্যাস বজায় রাখতে পারলেই হল। আর অফিস যাওয়া সময়ে মোজা খুঁতে গিয়ে দেরি হবে না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lifestyle Tips Time Saving Hacks Cloths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE