এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
প্রতি বছর ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্স কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (আইএনআই সেট)-এর আয়োজন করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), দিল্লি। উত্তীর্ণরা দেশের অন্য এমস এবং অন্য মেডিক্যাল প্রতিষ্ঠানে স্নাতকোত্তরের সুযোগ পান। এ বছরের আইএনআই সেট-এ উত্তীর্ণরা রাজ্যের এমস কল্যাণী থেকেও স্নাতকোত্তরের সুযোগ পাবেন। সে সংক্রান্ত সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমস কল্যাণী।
এ বছর আইএনআই সেট-এর পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষার আয়োজন করা হয় গত ১৭ মে। ফল প্রকাশিত হয় ২৪ মে। উত্তীর্ণদের জন্য কাউন্সেলিংয়ের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এমডি/ এমএস/ এমডিএস-এর জন্য এমস কল্যাণীতে পড়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের মোট ১২টি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। এগুলি হল— অ্যানাস্থেশিয়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, মাইক্রোবায়োলজি, অর্থোপেডিক্স, অটোরহিনোল্যারিঙ্গোলজি, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, ফিজ়িওলজি এবং সাইকিয়াট্রি। সমস্ত বিভাগে মোট ২৫টি শূন্য আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।
ক্লিনিক্যাল বিষয়গুলিতে যাঁরা স্নাতকোত্তর করবেন, তাঁরা জুনিয়র রেসিডেন্ট হিসাবে এবং বেসিক ক্লিনিক্যাল বিষয়গুলিতে যাঁরা স্নাতকোত্তর করবেন, তাঁরা জুনিয়র ডেমনস্ট্রেটর হিসাবে চিহ্নিত হবেন। জুনিয়র রেসিডেন্ট এবং জুনিয়র ডেমনস্ট্রেটরদের এন্ট্রি পে বাবদ মাসে ৫৬,১০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি মিলবে অন্য সুযোগ সুবিধা।
আইএনআই সেট-এ উত্তীর্ণরা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর করতে পারবেন। এর জন্য তাঁদের মোট ২,৯২৭ টাকা ফি জমা দিতে হবে। এই বিষয়ে বাকি তথ্য এমস কল্যাণীর ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে।