WBCHSE XI Exam 2025

একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে স্কুলের সময় অনুযায়ী, নির্দেশ শিক্ষা সংসদের

রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:০২
Share:

সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে পরীক্ষা। ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা এ বার থেকে স্কুলই নেবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ করতে হবে। গত বছর পরীক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে। কিন্তু চলতি বছর স্কুলে স্কুলে বই দেরিতে পৌঁছনো-সহ আরও সমস্যা থাকার কারণে স্কুলের উপরেই পরীক্ষার সময় স্থির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ‘‘গত বছর পর্যন্ত সেমেস্টার ৩ ছিল না। কিন্তু এই বছর একাদশ ও উচ্চ মাধ্যমিক দু’টোই সেমেস্টারে বিভক্ত। তাই স্কুলগুলি যাতে তাদের সুবিধা মতো পরীক্ষা নিতে পারে তার জন্যই এই বিজ্ঞপ্তি। তবে সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে।’’

শিক্ষা সংসদ সূত্রে খবর, পুজোর পর প্রকাশিত হবে একাদশের প্রথম সেমেস্টারের ফল। বেশির ভাগ স্কুলই পুজোর পর পড়ুয়াদের নিয়ে ‘এক্সকারশন’-এ যায়। তাই সেই সময় অনেকটা সময় পড়ুয়াদের ক্লাসরুমেই বাইরে থেকে পড়াশোনা করতে হবে। তার কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় সেমেস্টার। পড়ুয়া যাতে সঠিক ভাবে পড়াশোনারও সময় পায় তার জন্যই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে।

Advertisement

উল্লেখ্য, পড়ুয়াদের সুবিধার্থে দ্বিতীয় সেমেস্টার অর্থাৎ একাদশ শ্রেণিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করেছে সংসদ। যেখানে শুধুমাত্র পরবর্তী শিক্ষাবর্ষের পড়ুয়ারা নয়, বর্তমানে একাদশ শ্রেণিতে অনুত্তীর্ণেরাও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আগের নিয়ম অনুযায়ী, এতদিন একাদশের দ্বিতীয় সেমেস্টারে পড়ুয়ারা কোনও বিষয়ে অকৃতকার্য হলে, তাকে পরের বছর প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারে সব ক’টি বিষয়েই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হত। নয়া নিয়ম চালু হওয়ার পর পড়ুয়াকে শুধু যে বিষয়ে সে অকৃতকার্য হয়েছে, সেই বিষয়েই সাপ্লিমেন্টারি দিতে হবে বলে জানিয়ে সংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement