প্রতীকী চিত্র।
মেডিক্যাল স্নাতকোত্তরে ভর্তির তৃতীয় রাউন্ড কাউন্সেলিং সূচি সম্প্রতি ঘোষণা করা হয়েছিল। এ বার মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র তরফে প্রকাশ করা হল আসন বিন্যাস। বিভিন্ন কলেজে কত সংখ্যক আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে, তা জানানো হবে।
এমসিস-এর তরফে জানানো হয়েছে, নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্টগ্র্যাজুয়েশন)-এর তৃতীয় রাউন্ডে মোট ২৮,৪৬৯ আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এর মধ্যে এমডি এবং এমএস কোর্সে নতুন করে যোগ হয়েছে ২৯২টি আসন। এমডি, এমএস এবং ডিএনবি কোর্সে ‘ক্লিয়ার ভ্যাকেন্সি’-র জন্য যুক্ত হয়েছে ১০,১০১টি আসন। আগের রাউন্ডগুলির থেকে আপগ্রেডেশনের মাধ্যমে ‘ভার্চুয়াল ভ্যাকেন্সি’-র জন্য রয়েছে মোট ১৮,০৭৬টি আসন।
তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত। পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন ১৬ থেকে ২৬ জানুয়ারির মধ্যেই। পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনে ফলাফল ঘোষণা করা হবে ২৯ জানুয়ারি। এর পর নির্ধারিত কলেজে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে।
ইতিমধ্যেই, এনবিইএমএস-এর তরফে নিট পিজি-তে ভর্তির কাট অফ নম্বর সংশোধন করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে কাট অফ নম্বর ন্যূনতম -৪০ থাকলেও নাম নথিভুক্তকরণের সুযোগ মিলবে। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। শীর্ষ আদালতে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলাও।