এনআইবিএমজি। ছবি: সংগৃহীত।
মুখের ক্যানসার নিরাময়ে ইমিউনোথেরাপির ভূমিকা আরও ভাল ভাবে খতিয়ে দেখতে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ। বুধবার এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। এ জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘আইডেন্টিফাইয়িং অমিক্স বেসড বায়োমেকারস ফর ইমিউনোথেরাপি রেসপন্স ইন ইন্ডিয়ান ওরাল ক্যানসার: আ প্রসপেক্টিভ স্টাডি’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট।
গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ এবং প্রজেক্ট টেকনিশিয়ান পদে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে কাজ করার সুযোগ মিলবে। এর পর তাঁর কাজের দক্ষতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে নিযুক্তদের কর্মস্থল কল্যাণীতে হলেও প্রজেক্ট টেকনিশিয়ান মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ট্রাস্টে পোস্টিং দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ এবং প্রজেক্ট টেকনিশিয়ান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৫,০০০ এবং ২০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে ভাতাও দেওয়া হবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের জীবনবিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতকোত্তর, দু’বছরের গবেষণার অভিজ্ঞতা, ক্যানসার অমিক্স নিয়ে পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থাকাও জরুরি। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।