যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
দৃষ্টিহীন পড়ুয়াদের ইংরেজি কথোপকথনে সাবলীল করে তুলবে কৃত্রিম মেধা। এ বিষয়ে গবেষণার জন্য কেন্দ্রের অনুদান আগেই পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পে দু’টি ভিন্ন পদে গবেষক প্রয়োজন। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গবেষণা প্রকল্পটির কাজ হবে স্কুল অফ কগনিটিভ সায়েন্স-এর আওতায়। প্রকল্পের নাম— ‘এআই বেসড পার্সোনালাইজ়ড ইংলিশ স্পিকিং মডিউল ফর দিব্যাঙ্গন/ ভিস্যুয়ালি চ্যালেঞ্জড উইথ ডেমনস্ট্রেটিভ কগনিটিভ ডেভেলপমেন্ট’। অর্থ জোগাবে কেন্দ্রের হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি (হেফা)।
প্রকল্পে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ এবং প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। প্রাথমিক ভাবে ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এর পর গবেষকদের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ এবং প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ পদে আবেদনকারীদের বয়স ৩০ এবং ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের ফেলোশিপ হবে যথাক্রমে মাসে ৩৭,০০০ টাকা এবং ৪২,০০০ টাকা।
উভয় পদে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন, মূল বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বিশদ উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র ডাউনলোড এবং পূরণ করে তা উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৩ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।