ইগনু। ছবি: সংগৃহীত।
সার্টিফিকেট কোর্স ছাড়া বাকি কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়ার আবেদনের সময়সীমা বাড়াল ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল) এবং অনলাইন মাধ্যমে সমস্ত কোর্সে ভর্তির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, চলতি বছরের জুলাই সেশনের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এ জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হচ্ছে আগ্রহীদের থেকে। বিশ্ববিদ্যালয়ের তরফে আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নয়া বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জুলাই পর্বের জন্য সার্টিফিকেট কোর্স ছাড়াও পিজি ডিপ্লোমা, পিজি সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করানো হবে। পড়ানো হবে রিহ্যাবিলিটেশন সাইকোলজি, জেরিয়াট্রিক মেডিসিন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল ম্যানেজমেন্ট অফ সিবিআরএনই ডিজ়াস্টারার্স, আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন এনাবলিং ইনক্লুশন-হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিশ্যুয়াল ইম্পেয়ারমেন্ট, ইন্টেলেকচুয়াল ডিজ়এবিলিটি। বিভিন্ন কোর্সে আসনসংখ্যার পরিমাণ কত, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আগ্রহীদের এ জন্য প্রথমে ডিসট্যান্স এডুকেশন ব্যুরো আইডেন্টিফিকেশন (আইডি) তৈরি করতে হবে। এর পর ignouadmission.samarth.edu.in ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সবিস্তার জানা যাবে।