কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রসায়ন নিয়ে গবেষণামূলক কাজের জন্য খোঁজ নেওয়া যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পের কাজ হবে সেখানে। স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ পারেন পড়ুয়ারা। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।
কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থ সহায়তায় প্রকল্পটির কাজ চলছে। সেখানেই নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) পদে। শূন্যপদ একটি। প্রকল্পের কাজে নিযুক্তকে প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর পর তাঁর কাজের দক্ষতার এবং তহবিলের উপর নির্ভর করে সর্বাধিক তিন বছর কাজের সুযোগ মিলবে।
সমস্ত পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩৫,০০০ টাকা। এ ছাড়াও বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
রসায়ন বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, উত্তীর্ণ হতে হবে নেট/ গেট-ও। পাশাপাশি থাকতে হবে সিন্থেটিক ইনঅরগ্যানিক কেমিস্ট্রি নিয়ে দু’বছর গবেষণার অভিজ্ঞতা।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।