ডব্লিউবিএনইউজেএস। ছবি: সংগৃহীত।
আইনে স্নাতক এবং স্নাতকোত্তরের কোর্স করাবে রাজ্যের দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল ভর্তি প্রক্রিয়া। কিন্তু তার পর বিশ্ববিদ্যালয়ের নানা কোর্সে আসন খালি থাকায়, স্পট অ্যাডমিশনের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এমনটা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকের দু’টি কোর্স— বিএ এলএলএবি অনার্স এবং বিএসসি এলএলএলবি অনার্স কোর্স করার সুযোগ রয়েছে। দু’টিই পাঁচ বছরের কোর্স। এ ছাড়া, পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে এলএলএম কোর্স করারও সুযোগ পাবেন। কোর্সটি এক বছরের। এ ক্ষেত্রে মোট চারটি বিষয়ে স্পেশালাইজ়েশন করতে পারবেন পড়ুয়ারা। সেগুলির মধ্যে রয়েছে কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল ল, ইন্টারন্যাশনাল অ্যান্ড কমপ্যারেটিভ ল, ক্রিমিনাল অ্যান্ড সিকিউরিটি ল, ল অ্যান্ড টেকনোলজি এবং ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রপার্টি ল-এর মতো বিষয়।
বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে শূন্য আসন ৩টি, বিএসসি এলএলবিতে শূন্য আসন ১টি এবং এলএলএম কোর্সে শূন্য আসন ৩টি। প্রতি কোর্সে ভর্তির জন্য যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই আবেদনকারীদের চলতি বছরে ক্ল্যাট (কমন ল অ্যাডমিশন টেস্ট)-এ উত্তীর্ণ হওয়া জরুরি।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়াদের ক্ল্যাট-এ প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে স্পট অ্যাডমিশনের আয়োজন করা হবে। পড়ুয়াদের সকাল ১১টা থেকে ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপস্থিত হতে হবে। সঙ্গে রাখতে হবে ২০০০ টাকা আবেদনমূল্যের ডিমান্ড ড্রাফট এবং প্রথম সেমেস্টারের কোর্স ফি। এ ছাড়াও সমস্ত প্রয়োজনীয় নথি সে দিন সঙ্গে রাখতে হবে। ভর্তি প্রক্রিয়া শুরু দুপুর ২টো থেকে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।