Teacher Recruitment 2026

অতিথি শিক্ষক প্রয়োজন দক্ষিণ দিনাজপুরের সরকারি স্কুলে, কোন বিষয়ে পড়াতে হবে

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৮
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুরের সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার একলব্য মডেল গর্ভমেন্ট স্কুলের জন্য এই নিয়োগ।

Advertisement

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। জীববিজ্ঞান বিষয়ে পড়াতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ জন্য প্রথমে দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জানুয়ারি ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটটি (ddinajpur.nic.in) দেখুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement