India Post GDS Recruitment 2026

প্রায় ৩০ হাজার জন কর্মী খুঁজছে ভারতীয় ডাক বিভাগ, কবে থেকে শুরু আবেদন গ্রহণ?

এবিপিএম এবং জিডিএস পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১০,০০০-২৪,৪৭০ টাকা। অন্য দিকে, বিপিএম পদের মাসিক বেতন কাঠামো ১২,০০০-২৯,৩৮০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫
Share:

ইন্ডিয়া পোস্ট। ছবি: সংগৃহীত।

দেশ জুড়ে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট। প্রায় ৩০ হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

Advertisement

চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশের ২৩টি পোস্টাল সার্কেলে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৮,৭৪০। পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ২,৯৮২টি। ডাক বিভাগের তরফে নিয়োগ হবে গ্রামীণ ডাক সেবক (জিডিএস), ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপিএম) পদে।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ হবে প্রার্থীদের দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই।

Advertisement

এবিপিএম এবং জিডিএস পদে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ১০,০০০-২৪,৪৭০ টাকা। অন্য দিকে, বিপিএম পদের মাসিক বেতনকাঠামো ১২,০০০-২৯,৩৮০ টাকা।

প্রার্থীরা indiapostgdsonline.gov.in -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে আবেদনমূল্য। নিয়োগের জন্য নির্বাচিতদের মেধাতালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement