JRF Recruitment 2025

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানে গবেষক প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

জলবায়ুর পূর্বাভাস এবং গবেষণা সংক্রান্ত মডেল নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১১:৫৯
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা কাজের সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। ওই কাজের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন।

Advertisement

পদার্থবিদ্যা, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, মেটিরোলজি, আর্থ সিস্টেম সায়েন্স কিংবা সমতুল্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের অ্যাটমোস্ফেরিক মডেল, জলবায়ুর পূর্বাভাস এবং গবেষণা সংক্রান্ত মডেল নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তির জন্য ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৪ জুলাই। কী ভাবে আবেদন করবেন, কোন কোন নথি পাঠানো আবশ্যক— এই সমস্ত বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট (iist.ac.in) থেকে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement