প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। সম্প্রতি তেমনটা জানিয়েই নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের ওয়েবসাইটে। জানানো হয়েছে, পোর্টের কলকাতা ডক সিস্টেমে শূন্যপদ রয়েছে। যেখানে কাজের সুযোগ পাবেন মহিলারা। এ জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
পোর্টের কলকাতা ডক সিস্টেমের মেডিক্যাল বিভাগের জন্য এই নিয়োগ। লেডি সিকিউরিটি গার্ড পদে নিয়োগ হবে। শূন্যপদ চারটি। সংস্থায় তিন বছর চুক্তিতে কাজ করতে পারবেন নিযুক্তেরা। এর পর তাঁদের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। পারিশ্রমিক বাবদ তাঁদের প্রতি মাসে ২১,৫০০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত আধাসামরিক বাহিনী অথবা পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল বা হোমগার্ডেরা। তাঁদের অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত মহিলা হোমগার্ড এবং কনস্টেবলদের বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ২৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।