ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। সংস্থায় চুক্তির ভিত্তিতে পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাডশিনাল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ পারচেস, সুপারিন্ডেন্ট, ফোরম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬৭।
কারা আবেদন করতে পারবেন?
দশম উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, দশম উত্তীর্ণদের বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর উত্তীর্ণও হওয়া প্রয়োজন।
বয়স:
পদের নিরিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পারিশ্রমিক:
নিযুক্ত ব্যক্তিরা ৩০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন।
কী ভাবে নিয়োগ করা হবে?
লিখিত পরীক্ষা কিংবা ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ওই আবেদনপত্র ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ঝাড়খণ্ডের দফতরের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ৪ মার্চ পর্যন্ত আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।