Pori Moni

পরীমণি নাকি পাঁচটা বিয়ে করেছেন, শরিফুল ছাড়াও রয়েছে চার স্বামী, প্রশ্ন শুনে কী বললেন নায়িকা?

পরীমণির বর্ণময় জীবন। বছর কয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। শরীফুল ছাড়াও আরও নাকি চার স্বামী রয়েছে তাঁর? পোস্ট কপি: পরীমণির সত্যিই কী পাঁচ স্বামী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২১:৩৩
Share:

পরীমণি। ছবি: সংগৃহীত।

কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক সম্পর্ক, বিয়ে। এই নিয়েই সারাক্ষণ চর্চায় পরীমণি। ফেসবুকের পাতা যেন তাঁর জীবনের খোলা খাতা। যৌন হেনস্থার কথাও তিনিই প্রথম ফেসবুকে জানিয়েছিলেন। মাদক কাণ্ডও ফাঁস হয়েছে তাঁর ফেসবুকেই। জেল থেকে মুক্তি পাওয়ার পর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ। এই নিয়ে নাকি পাঁচ বার বিয়ে করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী!

Advertisement

২০২২ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। যদিও তাঁর জীবন নাকি বড্ড রঙিন। যখন রাজের সঙ্গে সম্পর্কে ছিলেন তখন চোখে হারাতেন স্বামীকে। একদিন বদলে গেল সব। বাংলাদেশের একাধিক ওয়েবসাইটে উঠে এসেছে পরীর আগের চারটি বিয়ের কথাও। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে। এঁরা কেউ আমজনতা, কেউ সাংবাদিক, কেউ বা সহকারী পরিচালক। সম্প্রতি তাঁর আগের চার বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘ তাঁরা বোধহয় সৎ স্বামী।’’ যদিও অভিনেত্রী কেবলমাত্র শরিফুল রাজের সঙ্গে বিয়েটাকে স্বীকৃতি দিয়েছেন। তাঁদের একটি পুত্র সন্তানও আছে। প্রাক্তন স্বামীর বিচ্ছেদের সময় বিস্তর কাঁদা ছোড়াছুড়ি হয় দু’পক্ষের মধ্যে। তবু শরিফুলের সঙ্গে বিয়েটাকে ভুল বলতে নারাজ তিনি। বরং এটাকে অভিজ্ঞতা হিসেবে মনে রেখে দিতে চান নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement