স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন রোহন ভট্টাচার্য? ছবি: ফেসবুক।
ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’ তাঁকে খ্যাতি দিয়েছিল। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা রোহন ভট্টাচার্যকে ছোটপর্দার জনপ্রিয় মুখ বানিয়েছে। কোনও দিন পরস্পরের বিরুদ্ধে কোনও কটু কথা বলেননি তাঁরা। দিন তিনেক ধরে তাঁরাই গুঞ্জনের শিরোনামে! খবর, রোহন নাকি স্নেহাশিসের সঙ্গে এতটাই দুর্ব্যবহার করেছেন যে প্রযোজক সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। স্নেহাশিস এ-ও নাকি জানিয়েছেন, দরকারে তিনি একাধিক ‘রোহন’ তৈরি করে নিতে পারেন।
“খবর জেনে আমার মাথায় হাত! বিশ্বাস করুন, স্নেহাশিসদার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করিনি। দাদার সঙ্গে সে রকম কোনও কথাই হয়নি। কোথা থেকে কী গুঞ্জন ছড়াল, বুঝতেই পারছি না”, আনন্দবাজার ডট কম-এর সঙ্গে যোগাযোগ করে রোহন এ কথা বলেছেন। পাল্টা প্রশ্নও তুলেছেন, যাঁর হাত ধরে তিনি খ্যাতির মুখ দেখেছেন, কেন তাঁকে অকারণে অপমান করবেন?
রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির অন্যতম অভিনেতা হিসাবে শুটিং করছেন রোহন। শুটিংয়ের ফাঁকে হঠাৎ চোখে পড়ে, স্নেহাশিসের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছে! অভিনেতা হিসাবে তাঁর নামডাক হয়েছে। টেলিপাড়ার দাবি, ‘ব্যক্তি’ রোহনও নাকি মাটিতে পা রেখে চলেন। তা হলে এ রকম গুঞ্জন ছড়াল কেন? সত্যিই কি প্রযোজক সংবাদমাধ্যমে এ রকম কিছু বলেছেন? জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গেও।
কথার শুরুতেই গুঞ্জন নস্যাৎ করেছেন স্নেহাশিস। তাঁর কথায়, “আমার ধারাবাহিকের সমস্ত নায়কের সঙ্গে ভাল সম্পর্ক। একা রোহন নন, প্রতীক সেন, সুস্মিত মুখোপাধ্যায়, সৌম্যদীপ মুখোপাধ্যায়-সহ সকলেই আমায় ভালবাসেন। কাজের সময়, প্রয়োজনে হয়তো বকেছি। ভাল অভিনয় করলে তারিফও করেছি। এটা কাজের অঙ্গ।” তার জন্য আজ পর্যন্ত কেউ তাঁকে কোনও বাজে কথা বলেননি। স্নেহাশিসও জানেন না, এই ধরনের ভুয়ো খবর কোথা থেকে কে ছড়াল!