Food

দোলের প্রাক্কালে রঙিন ওম-মিমি, ইনস্টাগ্রাম পেরিয়ে প্রেমের সুবাস ‘রান্নাবান্না’-য়

বিয়ের বয়স পেরিয়েছে ১ মাস। ইনস্টাগ্রাম থেকে এ বার সোজা রান্নাঘরে প্রেম ছড়াবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস সাহানি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৯:০১
Share:

ওম সাহানি এবং মিমি দত্ত।


বিয়ের বয়স পেরিয়েছে ১ মাস। ইনস্টাগ্রাম থেকে এ বার সোজা রান্নাঘরে প্রেম ছড়াবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস সাহানি’। অর্থাৎ ওম সাহানি এবং মিমি দত্ত।

স্টার জলসার ‘রান্নাবানা’র একটি এপিসোডে জুটি বেঁধে আসতে চলেছেন ওম এবং মিমি। একসঙ্গে রান্নাও করবেন তাঁরা। মিমি তৈরি করবেন ‘কারি টমেটো রাইস’। মিমির রান্না করা পদের সঙ্গে জুটি বাঁধবে গরম গরম মাটন চিলি ফ্রাই।
দোলের মরসুমে রঙিন নবদম্পতিও। ওমের পরনে সবুজ পাঞ্জাবি। সিঁথি ভরতি সিঁদুর, ছোট্ট টিপ এবং লাল শাড়িতে দেখা গেল মিমিকে। রান্নাবান্নার সঙ্গেই চলবে সঞ্চালিকা অপরাজিতা আঢ্যর আড্ডা, ছবি তোলা।

গত ৩ ফেব্রুয়ারি বৈদিক মতে বিয়ে করেন ওম এবং মিমি। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় থেকে শুরু করে মানালী দে, সন্দীপ্তা সেনের মতো শিল্পীরা। গ্রিলড ফিশ থেকে মাটন রারা, চকোলেট মন্টে কার্লো থেকে বেকড রসোগোল্লা,একাধিক রাজকীয় পদে অতিথিদের রসনাতৃপ্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement