IV Bar Trend

শুধু মদ্যপানের বার নয়, আধুনিক বিয়েবাড়িতে থাকছে ‘আইভি বার’! সেটি আদতে কী? কী পাওয়া যায়?

দেশে সমাজের উচ্চবর্গের বিয়েতে এখন এই ‘আইভি বার’ নিয়ে আলোচনা তুঙ্গে। কোটিপতি, অর্বুদপতিদের সন্তান-সন্ততিদের বিয়ের আসরে মনোরম পরিবেশে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে আইভি বার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৯:০৩
Share:

বিয়েবাড়িতে নতুন বার-সংস্কৃতি! ছবি : সংগৃহীত।

সেজেগুজে বিয়েবাড়ি গেলেন। পানীয়ের কাউন্টারে গিয়ে অঢেল গলা ভেজালেন। তার পরে? তার পরে আপনার গন্তব্য হওয়া উচিত ‘আইভি বার’ (ইন্ট্রাভেনাস বার) কেন? যাতে বিয়েবাড়িতে কোনও রকম অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি না হয়! যাতে টলোমলো পায়ের রাশ নিজের হাতে থাকে।

Advertisement

এ দেশে সমাজের উচ্চবর্গের বিয়েতে এখন এই ‘আইভি বার’ নিয়ে আলোচনা তুঙ্গে। কোটিপতি, অর্বুদপতিদের সন্তান-সন্ততিদের বিয়ের আসরে মনোরম পরিবেশে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে আইভি লাউঞ্জ বার। অতিথিদের আরামের যাতে কমতি না থাকে, সেজন্য সেখানে বিছানো হচ্ছে কার্পেট, গদি, তাকিয়া। সুবেশ অতিথিরা সেখানে আসছেন, বসছেন, পরিষেবা চাইলেই পাচ্ছেন। কিছু কিছু বিয়েবাড়িতে এই সব আইভি বারে বেশ ভিড়ও হচ্ছে বলে জানাচ্ছেন উক্ত বারের কর্মরতেরা।

কী এমন পরিষেবা দেওয়া হচ্ছে ওই বারে?

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এমনই একটি আইভি বারের দৃশ্যে দেখা যাচ্ছে, গদি আঁটা সোফায় তাকিয়া ঠেস দিয়ে সার দিয়ে বসে আছেন বিয়েবাড়িতে আসা পুরুষ এবং মহিলা অতিথিরা। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। আর তাঁদের প্রত্যেকের হাতে শিরার নীচে সুচ বিঁধিয়ে নল ঢোকানো। যে নলের অপর প্রান্তে রয়েছে কোনও তরলে পূর্ণ স্বচ্ছ ব্যাগ বা বোতল। যেমনটা হাসপাতালে রোগীকে কোনও ড্রিপ দেওয়ার সময় হয়ে থাকে।

অতিথিদের আরামের যাতে কমতি না থাকে, সেজন্য সেখানে বিছানো হচ্ছে কার্পেট, গদি, তাকিয়া।

বিয়েবাড়িতে কেন আইভি ড্রিপ দেওয়া হচ্ছে?

এই পরিষেবা বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা মদ্যপানের পরে অসুস্থ বোধ করেন। মাথাঘোরা, মাথা ঝিমঝিম করা, গা গোলানো এবং আরও নানা সমস্যার কারণে মদ্যপান করার পরে হয়তো তাঁরা বিয়েবাড়ির অনুষ্ঠানটাই উপভোগ করতে পারলেন না। কিংবা স্নায়ুর উপর নিয়ন্ত্রণ না থাকায় অজান্তেই তৈরি করে ফেললেন কোনও অবাঞ্ছিত পরিস্থিতি। এমন আশঙ্কা থাকলে আইভি বারে এলে তাঁকে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হবে।

কী ভাবে এটি সাহায্য করে?

নয়াদিল্লিতে সম্প্রতি এক বিয়েবাড়িতে ওই আইভি বার তৈরি করেছিল দিল্লির একটি মেডিক্যাল সংস্থা। তারা এ প্রশ্নের জবাব দিয়েছে। তারা জানিয়েছে—

১। মদ্যপান করলে শরীরে জলাভাব তৈরি হয়। আইভি ড্রিপ বা স্যালাইন দিয়ে সেই খামতি পূরণ করা হয়।

২। এই পদ্ধতিতে শরীরে পৌঁছে দেওয়া হয় জরুরি ইলেকট্রোলাইট, ভিটামিন, খনিজ এবং অন্য পুষ্টিসম্পন্ন তরল। যা সরাসরি শিরায় গিয়ে রক্তে মেশে। কাজ হয় দ্রুত।

৩। এতে শুধু শরীরের জলাভাবই দূর হয় না, রোগ প্রতিরোধ শক্তিও উজ্জীবিত হয়, শরীরে যাওয়া দূষিত পদার্থও বেরিয়ে যায়, শরীরে স্ফূর্তি আসে।

৪। আইভি ড্রিপে থাকে গ্লুটাথিয়োন এবং অন্যান্য অ্যান্টি-অক্সিড্যান্ট। যা ত্বকের জন্য উপকারী। যেহেতু এটি সরাসরি রক্তে মেশে, তাই কাজ হয় দ্রুত। আইভি ড্রিপকে তাই অনেক সময় বিউটি ড্রিপও বলা হয়। কারণ, এটি নিলে ত্বকের উন্নতি হয়। ত্বকে তারুণ্যের ভাব ফুটে ওঠে।

পরিষেবা বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা মদ্যপানের পরে অসুস্থ বোধ করেন।

তারকারাও মজেছেন

বিষয়টি ভারতে নতুন হলেও আদতে আনকোরা নয়। বিদেশে এমন আইভি বার বা ড্রিপ বার অনেক জায়গাতেই থাকে। সেখানে মোটা টাকা ব্যয় করে ওই ড্রিপ নিতে এসেছেন হলিউডের তারকারাও। তালিকায় কিম কার্দাশিয়ান, রিহানা, সিমন কাওয়েলের মতো নক্ষত্রেরা রয়েছেন।

দিল্লির ওই মেডিক্যাল সংস্থা জানিয়েছে, তারা যে ক’টি বিয়েবাড়িতে আইভি বার তৈরি করেছিল, সেখানে ভিড় হয়েছে ভালই। তবে শুধু যাঁরা মদ্যপান করেছেন, তাঁরাই এসেছেন, তা নয়। এমনও অনেকেই এসেছেন, যাঁরা মদ্যপান করেননি। তাঁরা শুধু এসে গ্লুটাথিয়োন নিয়েছেন ড্রিপের সাহায্যে। কারণ এই গ্লুটাথিয়োন ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। ত্বককে টানটান আর তারুণ্যে ভরপুর রাখে।

এটি কি যে কেউ নিতে পারেন?

মদ্যপান করে অসুস্থ বোধ করলেই আইভি ড্রিপ! ব্যাপারটা কি এতটাই সহজ? যে কেউ নিতে পারেন? এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই? নয়াদিল্লির ওই বিয়েবাড়িতে আইভি বারের দায়িত্বে থাকা মেডিক্যাল সংস্থা জানাচ্ছে, তাঁরা এ ব্যাপারে সবরকম সতর্কতা অবলম্বন করে কাজ করছে। তারা বলছে—

১। তারা প্রতি বার অতিথিদের আইভি ড্রিপ দেওয়ার সময় নতুন সুচ ব্যবহার করছে।

২। যাঁরা বিয়েবাড়িতে আইভি ড্রিপ দেওয়ার কাজ করছেন, তাঁরা প্রত্যেকেই অনুমোদিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা কর্মী। তাঁরা নিজেরাও মাস্ক, গ্লাভস, চুল ঢাকার সার্জিক্যাল ক্যাপ পরে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন।

শুধু যাঁরা মদ্যপান করেছেন, তাঁরাই এসেছেন, তা নয়। এমনও অনেকেই এসেছেন, যাঁরা মদ্যপান করেননি।

ঝুঁকির কথা

এত সাবধানতার পরেও ঝুঁকি থাকতে পারে। অন্তত বৈজ্ঞানিক তথ্য তা-ই বলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিক্যাল জার্নাল ‘হার্ভার্ড হেল্থ’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে—

১। আইভি ড্রিপ থেকে শরীরে তরল বেড়ে যাওয়া, প্রত্যঙ্গ নষ্ট হওয়া, কোনও ওষুধের প্রভাব বদলে যাওয়া, এমনকি, ব্যাক্টেরিয়া সংক্রমণের মতো গুরুতর সমস্যা হতেই পারে।

২। গ্লুটাথিয়োন ত্বকের জন্য উপকারী হলেও অনেক সময় তা থেকে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

৩। শিরার দেওয়ালে প্রদাহের সমস্যা হতে পারে।

৪। আইভি ড্রিপে ব্যবহৃত হাইড্রক্সি ইথাইল স্টার্চ থেকে কিছু রোগীর কিডনির ক্ষতি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement