শান্ত মাথার দলে কারা রয়েছেন? ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জটিলতার সম্মুখীন হয়ে বেশির ভাগ মানুষই ঘাবড়ে যান। সাধারণ বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। ফলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও লোপ পায়। যদিও এর জন্য ঝামেলা আরও বাড়ে বই কমে না। শান্ত মাথায় জটিলতা সামলাতে সবাই পারেন না। কিন্তু পাঁচ রাশির কাছে সেটা বাঁ হাতের খেলা। পরিস্থিতি যতই কঠিন হোক, এই পাঁচ রাশির ব্যক্তিরা কখনও চাপ নেন না। মাথা ঠান্ডা রেখে সমস্যা সমাধান করায় বিশ্বাসী এঁরা।
কোন পাঁচ রাশির ব্যক্তিরা মাথা ঠান্ডা রেখে চলেন?
বৃষ: জীবনের ছোটখাটো ব্যাপারে আনন্দ খুঁজে পান বৃষ রাশির জাতক-জাতিকারা। বস্তুগত সুখের পিছনে ছোটেন না এঁরা। এই রাশির মানুষেরা নিজের মতো থাকতে ভালবাসেন। কোনও সমস্যা নিয়ে এঁরা অন্যকে এবং নিজেকে ব্যতিব্যস্ত করতে পছন্দ করেন না। যে কোনও ঝামেলার সমাধান এঁরা শান্ত মাথায় খুঁজে বার করাকেই বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন। অযাচিত সমস্যা থেকে নিজেদের দূরে রাখেন।
কর্কট: আবেগতাড়িত কর্কটা রাশির ব্যক্তিরা ঘৃণার বদলে ভালবাসা ছড়াতে ভালবাসেন। এঁদের মনে নেগেটিভ অনুভূতির কোনও জায়গা নেই। অশান্ত মনোভাব, রাগ, ঝগড়া এ সকল ব্যাপার থেকে এঁরা দূরে থাকতেই পছন্দ করেন। পরিস্থিতি যতই কঠিন হোক, মাথা ঠান্ডা রেখে সেটার মোকাবিলা করাকেই শ্রেয় মনে করেন কর্কট রাশির জাতক-জাতিকারা।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজ সময় নিয়ে, নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। এই নিখুঁত জিনিসের প্রতি তাগিদই তাঁদের শান্ত থাকতে বাধ্য করে। এঁরা মনে করেন যে কোনও জিনিস নিয়ে বেশি ভাবলে সেটিকে সঠিক ভাবে করে ওঠা যায় না। তাই কখনওই কোনও কিছু নিয়ে চাপ এঁরা নেন না। বদলে সব কিছুকে পরিকল্পনামাফিক করার চেষ্টা করেন।
মকর: ছোট থেকেই লক্ষ্য স্থির রেখে সফলতার দিকে এগিয়ে চলেন মকর রাশির ব্যক্তিরা। সফলতার পথে যত বাধাই আসুক, এঁরা ধৈর্য হারান না। শান্ত মাথায় সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলেন এঁরা। এই রাশির মানুষেরা মনে করেন যে, বাধার সামনে পড়ে এক বার ঘাবড়ে গেলে সেই কাজ আর সুষ্ঠু ভাবে করে ওঠা যাবে না। তাই আকুলতা থেকে নিজেদের যতটা সম্ভব দূরে রাখেন এঁরা।
মীন: জীবনের ওঠাপড়া থেকে দুঃখ পাওয়ার বদলে, সেটি থেকে শিক্ষা নিতে বেশি পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা। জীবনের জটিলতাকে এঁরা সানন্দে জড়িয়ে ধরেন। সেখান থেকে পালানোর বদলে, যুদ্ধের ময়দানে হাসিমুখে দাঁড়িয়ে থেকে সমস্যার সঙ্গে লড়তে পছন্দ করেন মীন রাশির মানুষেরা। মাথা গরম করা এঁদের রাশিগত প্রকৃতিতে নেই।