—প্রতীকী ছবি।
৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। সিংহবাহিনী চতুর্ভুজা মা জগদ্ধাত্রী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে, মা জগদ্ধাত্রী সম্পূর্ণ জগৎটাকে ধারণ করে আছেন। তাঁর অপরূপ রূপ দেখে সকলেই মুগ্ধ। মর্তে প্রথমে আসেন মা দুর্গা, তার পর মা লক্ষ্মী, তার পর মা কালী আর তার পর আসেন মা জগদ্ধাত্রী। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় বিশেষ কয়েকটা টোটকা পালন করলে খুবই সহজে মায়ের কৃপা পাওয়া যায়।
টোটকা:
১) জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন যখন পুজো হয় তখন একটা আলতা পাতায় ২১টি দুর্বা, ২১টি আতপ চাল আর একটা জবাফুল একসঙ্গে বেঁধে মায়ের চরণে অর্পণ করুন এবং নাম-গোত্র দিয়ে মায়ের কাছে পুজো দিন।
২) জগদ্ধাত্রী পুজোয় নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে একটি পূর্ণ পাত্র মাকে নিবেদন করা খুবই শুভ। একটি থালায় আতপ চাল, পাঁচ রকম সব্জি, আলতা-সিঁদুর, একটি লাল রঙের বস্ত্র, পাঁচ রকম ফল ও মিষ্টি নিয়ে পূর্ণ করে থালাটি মায়ের কাছে নিবেদন করতে হবে। এই কাজটা অষ্টমী বা নবমীর দিন করতে পারেন।
৩) জগদ্ধাত্রী পুজো চলাকালীন যদি বাড়িতে কোনও দুঃস্থ ব্যক্তি আসে তাকে কখনও খালি হাতে ফেরাবেন না।
৪) অষ্টমীর দিন মাকে পদ্মফুল অর্পণ করা খুবই শুভ। এতে মঙ্গল সাধন হয়।
৫) জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে নতুন দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করা খুবই শুভ বলে মানা হয়। এর ফলে সংসারে কখনও অভাব-অনটন হয় না।
৬) এই দিন কোনও শিশুকন্যাকে তাদের পছন্দমতো উপহার দিন এবং খাবার খাওয়ান।
৭) জগদ্ধাত্রী পুজোয় মাকে যে সিঁদুর দেওয়া হয় সেই সিঁদুর বাড়ি নিয়ে এসে নিজের পরার সিঁদুরের সঙ্গে মিশিয়ে সারা বছর পরুন। এতে স্বামীর মঙ্গল হয়।