—প্রতীকী ছবি।
মেয়ে হোক বা ছেলে, সকলেরই নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। মেয়েরা এই ক্ষেত্রে একটু বেশিই এগিয়ে থাকেন। নিজেদের যত্নে রাখার জন্য মেয়েরা নানা ধরনের সামগ্রী ব্যবহার করেন। সেই সকল রূপচর্চার মধ্যে নিজের যত্ন নেওয়া, হাত-পায়ের যত্ন নেওয়া, মুখের যত্ন নেওয়া প্রভৃতি রয়েছে। নিজেকে সুন্দর করে রাখলে শুক্র গ্রহ ভাল ফল দেয় এটা আমরা সকলেই জানি। কিন্তু অনেকেরই জানা নেই যে, নখের যত্ন না করলে আমাদের উপর রাহু গ্রহের কুপ্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্রে এই সকল নানা তথ্য দেওয়া থাকে।
আমরা অনেকেই নখের যত্ন করি না। নখ ছোট-বড়, এবড়োখেবড়ো করে রেখে দিই। কারণ আমরা অনেকেই মনে করি যে নখের যত্ন করে কী হবে! এই কথাটা মনে করা একেবারেই উচিত নয়, নখ কে দেখছে না দেখছে সেটা কোনও ব্যপার নয়। আসল বিষয় হচ্ছে নিজের নখের যত্ন না করলে রাহু গ্রহ পীড়িত হয় এবং তার ফলে জীবনে নানা দিক থেকে বিপর্যয় আসে।
কী ভাবে যত্ন করতে হবে?
পুরুষ বা মহিলা, সকলেরই নখ সুন্দর করে, ছোট করে কেটে, পরিষ্কার করে রাখা প্রয়োজন। অনেক মেয়েই নখ বড় রাখতে পছন্দ করেন, সেক্ষেত্রে নখ পরিষ্কার-পরিছন্ন করে কেটে নিয়ে তাতে নেলপলিশ অবশ্যই লাগাতে হবে। কিন্তু নেলপলিশ লাগানোরও নিয়ম রয়েছে। যেমন, লাল, গোলাপি, কমলা, সাদা বা যে কোনও হালকা রঙের নেলপলিশ ব্যবহার করা খুব ভাল। কিন্তু কালো, গাঢ় নীল এই সকল রঙের নেলপলিশ ব্যবহার করতে নেই। নেলপলিশ যদি উঠে যায়, সেটা পুরোটা তুলে দিয়ে আবার নতুন করে লাগিয়ে নিতে হবে।