Zodiac signs that fall in love late

পাঁচ রাশির জীবনে প্রেমের ফুল দেরিতে ফোটে, বয়স বাড়লে ভালবাসা নিজে এসে এঁদের মনের দরজায় কড়া নাড়ে

বার বার প্রেমে ব্যর্থ হয়েছেন বলে যে আপনার ভাগ্যে প্রেম নেই এমনটা ভাবার কোনও কারণ নেই। শাস্ত্র বলছে, রাশিচক্রের এমন পাঁচটি রাশি রয়েছে যাঁরা কম বয়সে সত্যিকারের ভালবাসা খুঁজে পান না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

সকলের প্রেম পূর্ণতা পায় না। ভুল মানুষকে ভালবেসে মন ভাঙে বার বার। ফলত ভালবাসার উপর থেকে বিশ্বাস উঠে যায়। ইচ্ছা থাকা সত্ত্বেও অপর কাউকে আর মন দেওয়ার সাহস পান না, পাছে যদি আবার কষ্ট পেতে হয়। কিন্তু বার বার প্রেমে ব্যর্থ হয়েছেন বলে যে আপনার ভাগ্যে প্রেম নেই এমনটা ভাবার কোনও কারণ নেই। শাস্ত্র বলছে, রাশিচক্রের এমন পাঁচটি রাশি রয়েছে যাঁরা কম বয়সে সত্যিকারের ভালবাসা খুঁজে পান না। বয়স একটু বাড়লে ভালবাসা নিজে থেকে তাঁদের কাছে হেঁটে আসে। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।

Advertisement

কোন পাঁচ রাশি বেশি বয়সে ভালবাসা খুঁজে পান?

১. মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষ মনের দিক থেকে প্রচণ্ড রোম্যান্টিক। কিন্তু তারই সঙ্গে অত্যন্ত জেদিও। সম্পর্কে সব কিছু এঁরা নিজেদের মনের মতো চান, সেটা না হলেই এঁরা মুখ ফুলিয়ে বসে থাকেন। মেষ রাশির অতিরিক্ত জেদ এঁদেরকে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়ার থেকে পিছিয়ে রাখে। কারণ, সকলের পক্ষে এঁদের সামলানো সম্ভব হয় না। কিন্তু যে মানুষ এঁদের সত্যিকারের ভালবাসেন, তাঁরা সানন্দে এঁদের সব কিছু মেনে নেন।

Advertisement

২. কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির জাতক-জাতিকারা এমন কাউকে নিজেদের জীবনসঙ্গী হিসাবে চান, যাঁরা সর্বদা তাঁদের কথামতো চলবেন। পাত্তা পেতে খুব পছন্দ করেন কর্কটেরা। সেই কারণে ভালবাসার মানুষ খুঁজে পেতে এঁদের একটু সময় লেগে যায়। এঁরা সকলের সঙ্গে ভাল করে মিশতেও পারেন না। নিজে থেকে গিয়ে কথা বলতে পারেন না এঁরা। ফলত এঁদের যোগ্য সঙ্গী যদি সামনে বসেও থাকেন, তা-ও তাঁরা চিনে উঠতে পারেন না।

৩. কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা সমস্ত কাজ নিখুঁত ভাবে করতে চান। প্রেমের ব্যাপারেও তাঁরা প্রচণ্ড খুঁতখুঁতে। তাই এঁদের মনের মতো সঙ্গী খুঁজে পেতে অন্যদের তুলনায় বেশি সময় লেগে যায়। যাঁকে-তাঁকে মন দেওয়ার ব্যাপারে কন্যার জাতক-জাতিকারা সহমত নন। পছন্দমতো মানুষ পেলে তবেই এঁরা প্রেমে পড়েন, না হলে নয়।

৪. বৃশ্চিক: বৃশ্চিক রাশি নিজেদের কর্মজীবন নিয়ে অত্যন্ত সচেতন। এঁরা আগে নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করেন, তার পর ভালবাসার ব্যাপারে ভাবেন। এই রাশির জাতক-জাতিকারা মন দিয়ে ভালবাসেন, তবে সহজে কাউকে মন দেন না। বৃশ্চিক রাশির ব্যক্তিরা প্রতারিত হতে ভয় পান, তাই সর্বদা নিজেদের চারিপাশে একটা দেওয়াল তুলে রাখেন। তাই সত্যিকারের ভালবাসা এঁদের কাছে এসেও সহজে ধরা দিতে পারে না। তাই সময় লেগে যায়।

৫. কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির হন। কুম্ভরা নিজেদের জীবনসঙ্গী হিসাবেও এমন কাউকেই চান যিনি এঁদের ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ করবেন না। কোনও সঙ্গী যদি এঁদের নিজের মতো করে চালাতে চান, তা হলে উক্ত সঙ্গীকে ভুলে যেতে এঁদের বেশি সময় লাগে না। সেই কারণে যোগ্য মনের মানুষ খুঁজে পেতে এঁদের একটু সময় লেগে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement