Fun Loving Zodiac Signs

হাসিখুশি থাকেন, আসর মাতিয়ে রাখেন! কারও ক্ষতি করেন না, অপরের সুখে নিজের সুখ খুঁজে পান পাঁচ রাশির ব্যক্তিরা

কিছু মানুষ রয়েছেন যাঁরা যে কোনও পরিস্থিতিতে মানুষকে হাসাতে পারেন। এঁদের উপস্থিতিতে অতি জটিল পরিস্থিতিও হালকা মনে হয়। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিরা এই ধরনের হন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৪৪
Share:

—প্রতীকী ছবি।

কঠিন পরিস্থিতিকে আরও কঠিন করে তোলার ক্ষমতা অনেকের মধ্যেই থাকে। তাঁরা তাঁদের কথা দিয়ে চিন্তিত মানুষের মনে উদ্বেগের বীজ রোপণ করে দেন। তবে সব সময় যে তাঁরা সেটা জেনেবুঝে করেন তা নয়। কিন্তু জ্ঞাত হোক বা অজ্ঞাত অবস্থায় হোক, তাঁরা এই কাজটি করে থাকেন। অনেকে এর থেকে পৈশাচিক একটা আনন্দও পান। কিন্তু এত খারাপের মাঝেও কিছু মানুষ রয়েছেন যাঁরা যে কোনও পরিস্থিতিতে মানুষকে হাসাতে পারেন। এঁদের উপস্থিতিতে অতি জটিল পরিস্থিতিও হালকা মনে হয়। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিরা এই ধরনের হন। এঁরা নিজেরাও হাসিখুশি থাকেন এবং আশপাশের সকলকে আনন্দে রাখার চেষ্টা করেন।

Advertisement

কোন পাঁচ রাশির মানুষেরা হাসিখুশি থাকতে পছন্দ করেন?

মেষ: মেষ রাশির ব্যক্তিরা সর্বদা পজ়িটিভ চিন্তা করতে ভালবাসেন। নেগেটিভ চিন্তাকে এঁরা নিজেদের মাথার ধারেকাছে ঘেঁষতে দেন না। এই রাশির জাতক-জাতিকারা অপরকে যে কোনও কাজের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। এঁরা কখনও কাউকে ছোট করেন না। সর্বদা সবাইকে জীবনের পথে এগিয়ে চলার পরামর্শ দেন। অপরকে আত্মবিশ্বাসের জোগান দেন মেষ রাশির ব্যক্তিরা।

Advertisement

মিথুন: সদাহাস্য মানুষ হিসাবে মিথুন রাশির জাতক-জাতিকারা পরিচিত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এঁদের মুখে হাসি সর্বদা লেগেই থাকে। মজার কথা বলার ব্যাপারে এঁরা ওস্তাদ। কঠিন সময়েও এঁরা এমন কথা বলেন যে আশপাশের লোকেরা হাসতে বাধ্য হন। অপরের খারাপ চাওয়া মিথুনের রাশিগত প্রকৃতিতে নেই। অন্যদের কী করে ভাল রাখা যায় সে চিন্তাই এঁদের মাথায় ঘুরে বেড়ায়।

সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারা কারও ভুল সহ্য করতে পারেন না ঠিকই, তবে কোন পথে হাঁটলে অপর ব্যক্তি সঠিক দিশা পাবেন সেটি জানাতেও পিছপা হন না এঁরা। এই রাশির ব্যক্তিরা যেখানেই যান, সেখানেই তাঁদের দীপ্তি ছড়িয়ে পড়ে। এঁদের ব্যক্তিত্বটাই এমন যে আশপাশের মানুষেরা এঁদের প্রতি আকৃষ্ট হতে বাধ্য। এই রাশির মানুষেরা সর্বদা সকলের সঙ্গে মিলেমিশে আনন্দমুখর সময় কাটাতে পছন্দ করেন।

তুলা: জীবনে সব দিকে ভারসাম্য বজায় রেখে চলা তুলা রাশির জাতক-জাতিকাদের থেকে শেখা উচিত। এঁরা জীবনে সব ক্ষেত্রে সামঞ্জস্য রেখে চলতে পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা সকলের প্রতি অত্যন্ত দয়াবান হন। কখনও কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। পশুপাখি থেকে মানুষ, এঁদের মনে সকলের জন্যই জায়গা রয়েছে। যে কোনও মানুষের প্রয়োজনে তুলা রাশির ব্যক্তিদের পাশে পাওয়া যায়।

কুম্ভ: যে কোনও পরিস্থিতির সঙ্গে কুম্ভ রাশির জাতক-জাতিকারা খাপ খাইয়ে নিতে পারেন। এঁদের ধৈর্য ক্ষমতা প্রশংসনীয়। এঁরা কোনও কিছুতে চট করে বিরক্ত হন না। কোনও মানুষের সমস্যা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতেও এঁরা কুণ্ঠাবোধ করেন না। অপরের মনখারাপে এঁরা সর্বদা পাশে থাকেন ও তাঁদের মন ভাল করার চেষ্টা করেন। কুম্ভ রাশির ব্যক্তিরা তাঁদের দয়াবান চরিত্রের জন্য বন্ধুমহলেও বিখ্যাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement