Hizbul Mujahideen

হিজবুলের প্রধান সালাউদ্দিনকে ‘ফেরার’ ঘোষণা করল আদালত, সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু

বদগাঁওয়ের সইবাগ এলাকার বাসিন্দা সালাউদ্দিন ১৯৯৩ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে বসে উপত্যকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁকে ইউএপিএ-এ ‘ঘোষিত অপরাধী’ বলেছে আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৯:৩৬
Share:

সৈয়দ সালাউদ্দিন। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে সক্রিয় জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাউদ্দিনের বিরুদ্ধে এ বার সক্রিয় হল বিচারবিভাগ। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আবেদন মেনে শ্রীনগরের বিশেষ আদালত শুক্রবার সালাউদ্দিনকে ‘ফেরারি’ ঘোষণা করেছে। সেই সঙ্গে জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা মেনে নিয়ে আদালতে আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।

Advertisement

বদগাঁওয়ের শইবাগ এলাকার বাসিন্দা সালাউদ্দিন ১৯৯৩ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে বসে উপত্যকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এ ‘ঘোষিত অপরাধী’ বলেছে আদালত। জম্মু ও কাশ্মীর পুলিশও সালাউদ্দিনের ‘অবস্থান’ সম্পর্কে যে কোনও তথ্য থাকলে তা জানানোর আবেদন জানিয়ে রেখেছে জনসাধারণের কাছে। সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে প্রায় এক দশক আগে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকাও।

এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা প্রধানের এক পুত্র, সৈয়দ শাহিদ ইউসুফকে ২০১৭ সালে দিল্লিতে গ্রেফতার করেছিল এনআইএ। অন্য দুই পুত্র, সৈয়দ শাহিদ ইউসুফ এবং সৈয়দ মহম্মদ শাকিলের দু’টি সম্পত্তি ২০২৩ সালে বাজেয়াপ্ত করা হয়েছিল। তার আগে দিল্লিতে তলব করে জম্মু-কাশ্মীর সরকারের কৃষি দফতরের কর্মী ইউসুফকে গ্রেফতার করেছিল এনআইএ। ২০১৮-র অগস্টে গ্রেফতার করা হয়েছিল শাকিলকে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে কাশ্মীর উপত্যকার পলাতক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তৎপরতা শুরু হয়েছে। এই সেই তালিকায় যুক্ত হল জঙ্গি গোষ্ঠীগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড জিহাদ কাউন্সিল’-এর প্রধান সালাউদ্দিনের নাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement