Coal Mine Collapse

ঝাড়খণ্ডে অবৈধ কয়লাখনির ছাদ ধসে মৃত্যু এক শ্রমিকের! অনেকের চাপা পড়ার আশঙ্কা, চেষ্টা উদ্ধারের

রাজনৈতিক মদতে এবং পুলিশ-প্রশাসনের যোগসাজশে ঝাড়খণ্ডে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ। আর সেই সঙ্গে বাড়ছে খনি দুর্ঘটনাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১১:৪১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি পরিত্যক্ত কয়লাখনিতে ধস নেমে দুর্ঘটনার কবলে পড়েছেন বেশ কয়েক জন শ্রমিক। ইতিমধ্যেই এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই পরিত্যক্ত কয়লাখনিতে অবৈধ ভাবে খননের কাজ চলছিল বলে অভিযোগ।

Advertisement

বেআইনি খননের সময় শনিবার ভোরে কর্মা এলাকার ওই খনির ছাদের একাংশ ধসে পড়ে। তার জেরে বেশ কয়েক জন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কুজু পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার আশুতোষ কুমার সিংহ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘এখনও পর্যন্ত এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। কারণ, আরও অনেকে আটকা পড়েছেন বলে আমাদের কাছে খবর রয়েছে।’’

বিগত এক দশকে বার বেশ কয়েক বার অবৈধ কয়লাখনিতে ধসের ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে। অবৈধ খননের জেরে ধসে গিয়েছে রাস্তা, বসতি, কৃষিজমি। কিন্তু রাজনৈতিক পদে এবং পুলিশ-প্রশাসনের যোগসাজশে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ‘পরিত্যক্ত’ ঘোষিত হওয়া কয়লাখনিগুলিতে অবৈধ খনন চলে। রামগড়ের ডেপুটি কমিশনার (ডিসি) ফয়েজ আহমেদ মুমতাজ বলেন, ‘‘উদ্ধারকারী দলের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বিশেষ প্রশাসনিক দল পাঠানো হচ্ছে কর্মায়। স্থানীয় গ্রামবাসীদের একাংশই বেআইনি ভাবে কয়লা উত্তোলনে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement