Kamal Nath

কমল নাথের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে?”

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৫:৩৩
Share:

কমল নাথ। ফাইল চিত্র।

স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে। কমল নাথের বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

Advertisement

গত শনিবার মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বিরুদ্ধে একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনে কমিশন। সেই সঙ্গে জানিয়ে দেয়, তারকা প্রচারক হিসেবে আর প্রচার করতে পারবেন না কমল নাথ। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কমল নাথ।

এ দিন মামলাটি প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে ওঠে। প্রধান বিচারপতি বলেন, “আমরা এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছি।” এর পরই নির্বাচন কমিশনকে রীতিমতো ভর্ত্‌সনা করে প্রধান বিচারপতির প্রশ্ন, “তারকা প্রচারকের তালিকা থেকে নাম সরিয়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে?” নির্বাচন কমিশনকে আদালত কমল নাথের পিটিশনের জবাব দিতে বলে।

Advertisement

এ দিন আদালতে কমিশন জানায়, মডেল কোড অব কনডাক্ট-এর নিয়ম মেনেই কমল নাথের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে তারা। তারা আরও জানিয়েছে, শুধু নির্বাচন বিধি ভঙ্গই নয়, তাঁর বিরুদ্ধে জারি করা অ্যাডভাইসরিও মানেননি কমল নাথ।

আরও পড়ুন: বাবরি মামলার বিচারকের নিরাপত্তার মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিজেপি প্রার্থী ইমরতী দেবীকে ‘আইটেম’ বলায় আগেও কমল নাথকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। এ ধরনের মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল কমিশন। অভিযোগ, তার পরেও নানা ভাবে একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গ করেন কমল নাথ। শেষমেশ তারকা প্রচারকের তকমা কেড়ে নেয় কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন