Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Babri Masjid Demolition Case

বাবরি মামলার বিচারকের নিরাপত্তার মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

গত ৩০ সেপ্টেম্বর লখনউয়ের বিশেষ সিবিআই আদালত বাবরি মামলার রায় দেয়। সেই মামলার দায়িত্বে ছিলেন বিচারক সুরেন্দ্র কুমার।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৪:১৩
Share: Save:

বাবরি মামলার বিচারক সুরেন্দ্র কুমার যাদবের নিরাপত্তার মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি নবীন সিন্‌হা এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চে নিরাপত্তার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানান সুরেন্দ্র কুমার। ডিভিশন বেঞ্চ তখন জানায়, আমরা মনে করি না যে নিরাপত্তা দেওয়ার আর কোনও প্রয়োজন আছে। সংবেদনশীল মামলা নিয়ে কাজ করার জন্য তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই নিরাপত্তার মেয়াদ বাড়ানোর জন্যই আর্জি করেছিলেন সুরেন্দ্র কুমার।

গত ৩০ সেপ্টেম্বর লখনউয়ের বিশেষ সিবিআই আদালত বাবরি মামলার রায় দেয়। সেই মামলার দায়িত্বে ছিলেন বিচারক সুরেন্দ্র কুমার। ওই মামলায় ৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস পান।

২০১৯-এ অবসর নেন সুরেন্দ্র কুমার। তবে যে হেতু ২০১৫ সাল থেকে তিনি বাবরি মামলা নিয়ে কাজ করছিলেন, তাই অবসরের পরও তাঁর কার্যকালের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট। গত ৩০ সেপ্টেম্বর ছিল তাঁর কার্যকালের শেষ দিন। আর ওই দিনই বাবরি মামলার রায় ঘোষিত হয়। সেই মামলার রায় দিয়েই অবসর নেন সুরেন্দ্র কুমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babri Masjid Demolition Case Supreme Court SK Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE