Life style news

‘নো সুগার’ ফুডেও রয়েছে ছদ্মবেশী সুগার!

কী ভাবে ছদ্মবেশে থাকে এই সুগার? কী ভাবে বুঝবেন আপনার খাবারেও এরকম ‘ছদ্মবেশী’ সুগার রয়েছে কি না? ‘নো সুগার’ লেখা প্যাকেটড‌্ খাবারে যদি নীচের উপাদানগুলি থাকে তাহলে জানবেন আদতে আপনি সুগার খাচ্ছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৪:২৩
Share:
০১ ০৭

গ্লুকোজ: মানুষের রক্তে পাওয়া যায় এই সুগার। আর প্রসেসড ফুডে ব্যবহৃত সুগার পাওয়া যায় স্টার্চ থেকে।

০২ ০৭

মধু: মধুতে উচ্চমাত্রায় ফ্রুকটোজ রয়েছে। এক চা চামচ মধুতে ২২ ক্যালোরি শক্তি পাওয়া যায়, যেখানে এক চা চামচ চিনি থেকে পাওয়া যায় ১৬ ক্যালোরি।

Advertisement
০৩ ০৭

ফ্রুক্টোজ: সব্জি এবং ফলমূলে ফ্রুক্টোজ থাকে। মানুষ যদি খুব বেশি পরিমাণে ফ্রুক্টোজ খেয়ে থাকেন তা হলে তা ফ্যাটে পরিণত হয়ে দেহে জমে থাকে।

০৪ ০৭

কর্ন সিরাপ: ভুট্টা বীজ থেকে কর্ন সিরাপ তৈরি হয়। এতেও উচ্চমাত্রায় ফ্রুক্টোজ রয়েছে।

০৫ ০৭

ডেক্সট্রোজ: গ্লুকোজের সঙ্গে খুব একটা তফাৎ নেই। মিষ্টি স্বাদের জন্য এই উপাদান প্রসেসড ফুডে ব্যবহার করা হয়।

০৬ ০৭

সুক্রোজ: কেক, আইসক্রিম এবং অন্যান্য মিষ্টিজাতীয় খাবারে সুগারের বিকল্প হিসাবে এটি ব্যবহার করা হয়। কিন্তু সুক্রোজও এক ধরণের সুগার।

০৭ ০৭

মলটোজ: এমন খাবার যার নামের শুরু হচ্ছে মল্ট কিংবা মল্টেড দিয়ে (যেমন মল্টেড মিল্ক) তাহলে তাতে সুগারের বিকল্প হিসাবে মলটোজ ব্যবহার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement