Lifestyle News

জানলে অবাক হবেন, এই সেলেবরাও ডায়াবিটিসে আক্রান্ত

বিশ্ব জুড়ে প্রায় মহামারির আকার ধারণ করেছে ডায়াবিটিস। সমীক্ষা বলছে, এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মহিলারাই। তবে ডায়াবিটিস হওয়া মানেই সব শেষ, এই অবসাদে ভুগবেন না। জানেন কি, আমাদেরই পরিচিত অনেক তারকাই এই রোগের শিকার?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৯:২৫
Share:
০১ ০৬

কমল হাসন: বর্ষীয়ান এই অভিনেতা টাইপ ১ ডায়াবিটিসের শিকার। কিন্তু এই রোগ তাঁর কর্মজীবনে কোনও প্রভাব ফেলেনি। কমল জানিয়েছেন, রোগকে বশে রাখতে নিয়মিত যোগা করেন তিনি। মেনে চলেন চিকিৎসকের পরামর্শও। আর অ্যালকোহল—নৈব নৈব চ!

০২ ০৬

সোনম কপূর: চমকে উঠলেন? জানেন, নিয়মিত ইনসুলিন নিতে হয় সোনমকে? কিন্তু রোগকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বলিউড কাঁপাচ্ছেন এই নায়িকা।বয়ঃসন্ধিকালেই ডায়াবিটিস ধরা পড়ে সোনমের। এর কারণ তাঁর ওবেসিটি।রোগকে নিয়ন্ত্রণে রাখতে, নিয়মিত যোগব্যায়াম, ডায়েট করেন সোনম। কত্থক নাচের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি।

Advertisement
০৩ ০৬

ফাওয়াদ খান: জানেন কি, মহিলা ফ্যানেদের হার্টথ্রব ফাওয়াদ খানও ডায়াবিটিসের শিকার? ১৭ বছর বয়সে টাইপ ১ ডায়াবিটিস ধরা পড়ে ফাওয়াদের। তাঁর কথায়, অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাবা বসায় তাঁর শরীরে। নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভাসে বদল এনেই নিজেকে চনমনে রেখেছেন এই অভিনেতা।

০৪ ০৬

গৌরব কপূর: ২২ বছর বয়সে টাইপ ১ ডায়াবিটিসে আক্রান্ত হন টেলিভিশন জগতের এই জনপ্রিয় সঞ্চালক। গৌরব জানিয়েছেন, ব্যস্ত জীবন এবং অনিয়মিত ডায়েটের কারণেই এই রোগের শিকার হয়েছেন তিনি। তবে ডায়াবিটিস নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন এই তারকা। বরং, নিয়মিত শরীরচর্চা, জিম এবং চিকিৎসকের পরামর্শ মেনে ডায়েট করেই সুস্থ আছেন তিনি।

০৫ ০৬

সুধা চন্দ্রন: বারে বারে ভাগ্যবিপর্যয়ের মধ্যে পড়লেও অবিচল থেকেছেন সুধা। মাত্র ১৬ বছর বয়সে দুর্ঘটনায় পা হারান সুধা। পরবর্তীকালে ডায়াবিটিসে আক্রান্ত হন। কিন্তু নিয়ম মেনে ডায়েট এবং চিকিৎসার মাধ্যমেই নিজেকে সুস্থ রেখেছেন সুধা। নাচের জগতেও প্রমাণ করেছেন নিজেকে।

০৬ ০৬

ওয়াসিম আক্রম: ৩০ বছর বয়সে ডায়াবিটিসে আক্রান্ত হন ওয়াসিম। তবে নিয়মিত ইনসুলিন এবং সঠিক ডায়েট মেনে নিজেকে সুস্থ ও চনমনে রেখেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement