kitchen hacks

রান্নাঘরের আবর্জনা-বাক্সে মাছির উপদ্রব, সমস্যার সমাধানে কাজে আসবে দুই মশলা

রান্নাঘরে আবর্জনা জমার সঙ্গে সঙ্গেই সেখানে মাছির উপদ্রব শুরু হয়। দুই মশলা ব্যবহারে সমস্যার সমাধান সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫
Share:

প্রতীকী চিত্র।

বাড়িতে রান্নাঘরে আবর্জনা ফেলার বাক্সে ময়লা এবং উচ্ছিষ্ট খাবার জমা হচ্ছে। এ দিকে সেই বাক্স ভর্তির আগেই সেখানে মাছির উপদ্রব শুরু হয়। বিশেষ করে বর্ষার সময়ে সমস্যা আরও বাড়তে থাকে। মাছির উপদ্রবে রান্নাঘরের খাবারে সংক্রমণ হতে পারে। কোনও ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার পরিবর্তে ঘরোয়া টোটকাতেই মাছিকে জব্দ করা সম্ভব।

Advertisement

কোন মশলায় সমাধান

বাড়ির হেঁশেলেই একাধিক মশলা রয়েছে। তার মধ্যে আবর্জনা ফেলার পাত্র থেকে মাছিকে দূরে রাখতে কাজে আসতে পারে দারচিনি এবং শুকনো লঙ্কা। এই দুই মশলার ঝাঁঝে মাছি আবর্জনা-বাক্সে হানা দেবে না।

Advertisement

কী ভাবে ব্যবহার

১) প্রথমে একটি পাত্রে দারচিনি এবং শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তার পর খালি ডাস্টবিনে প্লাস্টিক ব্যাগ রাখার পর, ভিতরে সামান্য পরিমাণে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে।

২) তার পর পাত্রের উপরের দিকে ঢাকা এবং গায়ে মিশ্রণটি মাখিয়ে দিতে হবে।

অতিরিক্ত প্রতিরোধ

এ ছাড়াও যদি আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চান, সে ক্ষেত্রে আবর্জনা ফেলার পাত্রের মধ্যে কয়েকটি তেজপাতা এবং ভিনিগারে ভেজানো একটি তুলোর বল ফেলে রাখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement