Hilsa Recipes

মাছ-রসুন-শুকনো লঙ্কার মিশেল, সঙ্গে গরম ভাত! বর্ষায় ইলিশের উল্লাস দিয়েই হোক ভূরিভোজ

পদ যাই হোক, ইলিশ থাকলে আর কিছু না হলেও যেন চলে যায়। ইলিশ দিয়ে ভিন্ন রকম কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলুন ইলিশের উল্লাস। রইল সহজ রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১০:৪৮
Share:

ইলিশের সঙ্গে হোক উল্লাস। ছবি: সংগৃহীত।

বর্ষাকাল মানেই বাঙালির হেঁশেলে ম ম করে ইলিশ মাছের গন্ধ। ঝিরিঝিরি বৃষ্টির দুপুরে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে কিংবা কালোজিরে, বেগুন দিয়ে পাতলা ঝোল— পাতে আলো করে থাকে ইলিশ। পদ যা-ই হোক, ইলিশ থাকলে আর কিছু না হলেও যেন চলে যায়। ইলিশ দিয়ে ভিন্ন রকম কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলুন ইলিশের উল্লাস। রইল সহজ রেসিপি।

Advertisement

উপকরণ:

৫ টুকরো ইলিশ মাছ (রিং করে কাটা)

Advertisement

৭-৮টি শুকনো লঙ্কা

১০-১২ কোয়া রসুন

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

২-৩ টেবিল চামচ সর্ষেবাটা

স্বাদমতো নুন

৬-৭ টেবিল চামচ ভিনিগার

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী:

ইলিশ মাছগুলি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। এ বার একটি মিক্সিতে শুকনো লঙ্কা, রসুন, সর্ষেবাটা, নুন, হলুদ আর ভিনিগার দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এ বার একটি বড় পাত্রে মশলাটি দিয়ে তার সঙ্গে বেশ খানিকটা সর্ষের তেল মিশিয়ে নিন। মিশ্রণে মাছগুলি দিয়ে ভাল করে মেখে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। এ বার কড়াইতে মশলাসহ মাছগুলি দিয়ে মিনিট দশেক ঢেকে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে ইলিশের উল্লাস। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের এই ভিন্ন স্বাদের রেসিপিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement