Fish kasundi

চেনা মাছের অন্য রেসিপি, ডিনারে থাকুক রুই কাসুন্দি

রোজের পাতে স্বাদ বদল। অন্যরকম এই রুই মাছ বানান আজই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ১৫:৫৯
Share:

চেনা রুইয়ের অন্য রেসিপি রুই কাসুন্দি। ছবি: শাটারস্টক

কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ মানে প্রোটিন। আর প্রোটিন মানেই রোগ প্রতিরোধ শক্তি। বিশেষ করে রুই মাছ হলে তো আর কথাই নেই। তবে রোজ রোজ কি আর আদা-জিরের মাছের ঝোল ভাল লাগে? তাই একটু স্বাদ বদল হয়ে যাক। রইল চেনা রুই মাছের অন্য রেসিপি রুই কাসুন্দি।

Advertisement

উপকরণ

৪ টুকরো রুই মাছ

Advertisement

পোস্ত বাটা ২ টেবিল চামচ

কালো জিরে হাফ টেবিল চামচের একটু কম

হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের চেয়ে একটু কম

ধনে গুঁড়ো হাফ টেবিল চামচের চেয়ে একটু কম

জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ

কাসুন্দি ৪ টেবিল চামচ

নুন

৫-৬ টেবিল চামচ সর্ষের তেল

২-৩টি কাঁচা লঙ্কা

ধনে পাতা কুচি

প্রণালী: মাছ ভাল করে ধুইয়ে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে একটু গরম হলে মাঝারি আঁচে মাছ ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজা তুলে নিয়ে কড়াইয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে, আঁচ কমিয়ে। এরপর পোস্ত বাটা, কাসুন্দি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে হবে, যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে।

এর পর হাফ কাপ জল, নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে। এর পর মাছটা কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আঁচ কমিয়ে ৫ মিনিট রাখতে হবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই কাসুন্দি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement