Flip Flop

ফ্লিপ ফ্লপ পরেন? এই সমস্যাগুলো হতে পারে আপনার

কাছাকাছি কোথাও যাওয়া বা বিকেলের আড্ডা, আমাদের দেশের আবহাওয়ায় ফ্লিপ ফ্লপ যেমন আরামদায়ক তেমনই সুবিধাজনকও। আবার দারুণ ক্যাজুয়াল স্টাইল স্টেটমেন্টও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৪:৩৬
Share:
০১ ০৬

কাছাকাছি কোথাও যাওয়া বা বিকেলের আড্ডা, আমাদের দেশের আবহাওয়ায় ফ্লিপ ফ্লপ যেমন আরামদায়ক তেমনই সুবিধাজনকও। আবার দারুণ ক্যাজুয়াল স্টাইল স্টেটমেন্টও। অথচ চিকিত্সকরা বলেন এই ধরনের চটি থেকে হতে পারে নানা রকম শারীরিক সমস্যা। জেনে নিন এমনই কিছু সমস্যা যা সম্পর্কে সাবধান করে থাকেন চিকিত্সকরা।

০২ ০৬

তাড়া থাকলে বা অনেক হাঁটতে হলে ফ্লিপ ফ্লপ না পরাই ভাল। ফ্লিপ ফ্লপ হাঁটার গতি যেমন কমিয়ে দেয়, তেমনই পা থেকে খুলে গিয়ে দুর্ঘটনাও ঘটতে পারে।

Advertisement
০৩ ০৬

ফ্লিপ ফ্লপ পরলে পা ঢাকা থাকে না। ফলে সারা দিনের ধূলো, ময়লা পায়ে বসে সংক্রমণের ঝুঁকি থাকে। এই সমস্যাকে অ্যাথলেটিক ফুট বলা হয়ে থাকে।

০৪ ০৬

ফ্লিপ ফ্লপ খুব পাতলা হওয়ায় গোড়ালি ও মাটি বা রাস্তার মাঝে পাতলা একটি স্তর থাকে শুধু মাত্র। যার ফলে গো়ড়ালি ব্যথার মতো সমস্যা হতে পারে।

০৫ ০৬

ফ্লিপ ফ্লপে পাতলা স্ট্র্যাপ পায়ের পাতা ধরে রাখে। সারা দিন এ ভাবে পাতলা স্ট্র্যাপ পায়ের পাতায় চাপ দিলে যন্ত্রণাদায়ক ফোস্কা পড়তে পারে।

০৬ ০৬

হ্যামার টো: নিয়মিত ফ্লিপ ফ্লপ পরলে পায়ের মারাত্মক ক্ষতি হয়। হ্যামার টো-এর সমস্যা হতে পারে। এই অবস্থায় পায়ের পাতার নাকল বেঁকে যায় এবং সারা জীবন সেই অবস্থাতেই থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement