ফ্রায়েড কিমা রেসিপি

শুধু মুখে চাট হিসেবে বা পরোটা দিয়ে। ফ্রায়েড কিমা অসাধারণ সুস্বাদু এক উপাদেয় পদ। বানানো খুব সহজ। শিখে নিন ফ্রায়েড কিমার রেসিপি।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৩
Share:

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

শুধু মুখে চাট হিসেবে বা পরোটা দিয়ে। ফ্রায়েড কিমা অসাধারণ সুস্বাদু এক উপাদেয় পদ। বানানো খুব সহজ। শিখে নিন ফ্রায়েড কিমার রেসিপি।

Advertisement

কারির জন্য

কী কী লাগবে

Advertisement

পেঁয়াজ: ১টা মাঝারি (পাতলা কুচনো)

টোম্যাটো: ১টা মাঝারি (কুচনো)

আদা-রসুন বাটা: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

গোটা জিরে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ

কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)

কী ভাবে বানাবেন

ফ্রাইং‌ প্যানে তেল গরম করুন। তেল গরম হলে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এ বার আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে টোম্যাটো কুচি দিন। ঢাকা দিয়ে রান্না করতে থাকুন যতক্ষণ না টোম্যাটো পুরোপুরি গলে মিশে যাচ্ছে। নুন, মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। জল দিয়ে ঢাকা দিয়ে মশলা ভাল করে রান্না হতে দিন।

ফ্রায়েড কিমা

কী কী লাগবে

কারি বেস

কিমা: ২৫০ গ্রাম

কড়াইশুঁটি: আধ কাপ

কাজু: ১/৪ কাপ

কিসমিস: ১/৪ কাপ

চিনি: ২ চা চামচ

কী ভাবে বানাবেন

কারি বেসের মধ্যে কিমা দিয়ে নাড়তে থাকুন যাতে দলা না পাকিয়ে যায়। কিমা সিদ্ধ হয়ে কারি পুরোপুরি শুকিয়ে ভাজা ভাজা হলে বুঝবেন রান্না হয়ে গিয়েছে। এ বার কড়াইশুঁটি দিয়ে নেড়ে নিন। কাজু, কিসমিস দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। জল দেবেন না। সব শেষে চিনি দিয়ে ৫ মিনিট পর আঁচ বন্ধ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন