মিট বল সুপ রেসিপি

পায়ের তলায় সর্ষে আর মনের মধ্যে সুর। এই ভাবেই চলছিল দিব্য। কিন্তু আরও একটা শখকে কিছুতেই দমিয়ে রাখা গেল না। তাই নেশায় ভূপর্যটক আর লক্ষীছাড়া ব্যান্ডের মূল বাদক রেস্তোরাঁ বানাতে মনোনিবেশ করলেন। আর তারই ফল আজকের চাওম্যান। কিছু চেনা অচেনা রেসিপির কথা বললেন চাওম্যানের সৃষ্টিকর্তা দেবাদিত্য চৌধুরী। গরম ধোঁয়া ওঠা সুপের সুঘ্রাণেই মন ভরে ওঠে। চামচ মুখে উঠলেই মন ভরে যায়। হালকা এই সুপ খেলে খিদে চড়চড় করে বেড়ে যাবে। বানানো মোটেও কঠিন নয়।

Advertisement

সুমা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৬:১৭
Share:

ছবি: অনির্বাণ সাহা।

গরম ধোঁয়া ওঠা সুপের সুঘ্রাণেই মন ভরে ওঠে। চামচ মুখে উঠলেই মন ভরে যায়। হালকা এই সুপ খেলে খিদে চড়চড় করে বেড়ে যাবে। বানানো মোটেও কঠিন নয়।

Advertisement

কী কী লাগবে

চিকেন কিমা: ৫০০ গ্রাম

Advertisement

নুন, মরিচ গুঁড়ো: স্বাদ অনুযায়ী

চিকেন ব্রথ পাউডার: ১/৪ কাপ

তিল তেল: ২ চা চামচ

গাজর কুচি, বিনস ও পেয়াজপাতা কুচি: ১/৪ কাপ করে

চিকেন ব্রথ: বড় ২ কাপ

জল: ১ কাপ

অলিভ অয়েল: সামান্য

কী ভাবে বানাবেন

চিকেন কিমার সঙ্গে নুন, মরিচ গুঁড়ো ও ব্রথ মিশিয়ে গোল গোল করে বলের আকারে গড়ে তিল তেলে হাল্কা বাদামি করে ভেজে তুলে রাখুন। অন্যান্য উপকরণ চিকেন ব্রথে দিয়ে জল মিশিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে মিট বল ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরমা গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement