India vs England 2025

লর্ডসে ভারতের হার, সব ছেড়ে উইকেটের বেলকে দুষলেন কার্তিক!

রুদ্ধশ্বাস তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতের ২২ রানে হারের জন্য উইকেটের বেলকে দুষেছেন দীনেশ কার্তিক। মহম্মদ সিরাজকে আউট হওয়ার জন্য দায়ী করতে নারাজ তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২০:৩৭
Share:

লর্ডসে আউট হওয়ার পর হতাশ মহম্মদ সিরাজ। ছবি: এক্স (টুইটার)।

শোয়েব বশিরের বল ঠিক ভাবে ডিফেন্স করেও প্লেড অন হয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর ৩০ বলের প্রতিরোধ শেষ হতেই ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হেরে গিয়েছে ভারত। ব্যাটে লেগে বল পিচে পড়ার পর ধীরে ধীরে গড়িয়ে উইকেটে আঘাত করেছিল। তাতেই পড়ে যায় বেল। আউট হয়ে যান সিরাজ। কেন ভাগ্য সহায় হল না সিরাজের? ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে ব্যবহৃত উইকেটের উপরের বেলকেই দুষেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক।

Advertisement

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে উইকেটের ব্যবহার করা হচ্ছে সাধারণ বেল। সে জন্যই বলের হালকা আঘাতেই সেটি পড়ে গিয়েছে। কার্তিক বলেছেন, ‘‘টেস্টে জ়িঙ্গার বেল (এলইডি-সহ, আইপিএলে যে ধরনের বেল ব্যবহার হয়) ব্যবহার করা হলে সিরাজ আউট হত না। ওই বেলগুলোর ওজন বেশি হয়। ফলে খুব সহজে স্টাম্পের উপর থেকে পড়ে যায় না।’’ তিনি আরও বলেছেন, ‘‘সিরাজ ভালই ডিফেন্স করেছিল। কিন্তু বলা পিচের ক্ষতের উপর পড়ে স্টাম্পের দিকে চলে গেল। ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময় ঘটল ঘটনাটা। দারুণ জমে গিয়েছিল দু’দলের লড়াই। তবু ভারতের চেষ্টার প্রশংসা করতেই হবে। বিশেষ করে শেষ দিন মধ্যাহ্নভোজ এবং চায়ের বিরতির মাঝের সময়ে অসাধারণ লড়াই করেছে ভারতীয়েরা।’’

ভারতের লড়াইয়ের তারিফ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেনও। তিনি বলেছেন, ‘‘প্রথমে আমার মনে হয়েছিল বেল পড়বে না। কিন্তু সিরাজ হতাশায় পিচের উপর বসে পড়ার পর বুঝলাম বেল পড়ে গিয়েছে। তবে একটা কথা বলব বেন স্টোকস বা রবীন্দ্র জাডেজা— দু’জনেরই জয়টা প্রাপ্য ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement