Indonesia Masters Badminton

আম্পায়ারের সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখলেন সিন্ধু, সামলাতে হল রেফারিকে! হারলেন ম্যাচ, হার লক্ষ্যেরও

সেমিফাইনালে উঠতে পারলেন না পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দুই ভারতীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:২২
Share:

পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

ব্যাডমিন্টনে দিনটা ভাল গেল না ভারতীয় তারকাদের। ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। দু’জনেই স্ট্রেট গেমে হারলেন। সিন্ধুকে লাল কার্ড দেখালেন চেয়ার আম্পায়ার। যদিও পরে ম্যাচ রেফারি সেই কার্ড প্রত্যাহার করে নেন।

Advertisement

জাকার্তায় শীর্ষবাছাই চিনের চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে প্রথম গেমে দাঁড়াতে পারেননি সিন্ধু। শুরু থেকে এগিয়ে গিয়েছিনে চেন। সিন্ধু ফিরতে পারেননি। ১৩-২১ পয়েন্টে প্রথম গেম হারেন সিন্ধু।

দ্বিতীয় গেমের শুরুতে সিন্ধু এগিয়ে যান। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেননি তিনি। খেলায় ফেরেন চেন। গেমের মাঝামাঝি সময় দু’টি রিভিউ নষ্ট হয় সিন্ধুর। তার পরেও একটি সিদ্ধান্ত তাঁর বিরুদ্ধে যায়। সিন্ধুর হাতে আর রিভিউ ছিল না। ফলে চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। চেয়ার আম্পায়ার প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখান। তার পরেও সিন্ধু থামেননি। তখন তাঁকে লাল কার্ড দেখানো হয়। পরিস্থিতি সামলাতে কোর্টে নামেন ম্যাচ রেফারি। তিনি সিন্ধুকে শান্ত করেন। তাঁকে দেখানো লাল কার্ডও প্রত্যাহার করে নেওয়া হয়।

Advertisement

সেই সময় ১২-১৭ পিছিয়ে ছিলেন সিন্ধু। এই ঘটনার পর আরও আক্রমণাত্মক খেলেন তিনি। একটা সময় সিন্ধু পিছিয়ে ছিলেন ১৭-১৮ পয়েন্টে। দেখে মনে হচ্ছিল, তিনি হয়তো চেনকে সেই গেমে হারিয়ে দেবেন। কিন্তু চেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৭-২১ পয়েন্টে সেই গেম জিতে ম্যাচ জিতে নেন।

তাইল্যান্ডের পানিতচাপন তিরারাতসাকুলের কাছে স্ট্রেট গেমে হারেন লক্ষ্যও (১৮-২১, ২০-২২)। এই প্রতিযোগিতায় সপ্তম বাছাই হিসাবে নেমেছিলেন লক্ষ্য। বিশ্বে পুরুষদের সিঙ্গলসে ১২ নম্বরে রয়েছেন তিনি। তাইল্যান্ডের ৪৪ নম্বর খেলোয়াড়ের কাছে হারলেন লক্ষ্য। ভারতীয় তারকা শুরু থেকে রক্ষণাত্মক খেলছিলেন। কিন্তু গোটা ম্যাচ জুড়ে একই ভাবে খেললে জেতা কঠিন। সেটাই দেখা গেল। আরও একটি প্রতিযোগিতায় হতাশ করলেন লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement