Sachin Tendulkar

সচিন, কোহলীর তফাৎ কোথায়, বুঝিয়ে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

মাঠের লড়াইয়ে দুজনের শরীরী ভাষা দুই রকম হলেও দুটোই ভারতের জয়ের ক্ষেত্রে কাজে এসেছে বলে মনে করেন এই প্রাক্তন ডানহাতি জোরে বোলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৯:৪৬
Share:

বাইশ গজের যুদ্ধে সচিন, বিরাট কেমন মানসিকতায় থাকেন, জানিয়ে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ। ফাইল চিত্র

সচিন তেন্ডুলকরের সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। বিরাট কোহলীর সঙ্গে না খেললেও ভারত অধিনায়ককে খুব কাছ থেকে দেখেছেন। তবুও দুজনের মধ্যে কোনও তুলনায় যেতে রাজি নন ভেঙ্কটেশ প্রসাদ। মাঠের লড়াইয়ের দুজনের শরীরী ভাষা দুই রকম হলেও সেটা ভারতের জয়ের ক্ষেত্রেই কাজে এসেছে বলে মনে করেন এই প্রাক্তন ডানহাতি জোরে বোলার।

Advertisement

প্রসাদ বলেন, “সচিনকে বাইরে থেকে আপাত শান্ত একটা মানুষ বলে মনে হয়। অন্যদিকে বিরাট বড্ড আবেগপ্রবণ। সেটা মাঠে প্রকাশ করে ফেলে। কারণ বিরাট প্রতিটা ম্যাচ জিততে চায়। সচিনও কিন্তু ঠিক তেমন স্বভাবের। ওর মধ্যেও প্রচন্ড আবেগ কাজ করত। তবে শতরান কিংবা শূন্য করলেও বহিঃপ্রকাশ ঘটাত না।”

তবে সচিন তাঁর আবেগের বহিঃপ্রকাশ না ঘটালেও ব্যাট করার সময় বিপক্ষ পাল্টা আঘাত করলে তাঁর মধ্যেও একটা চাপা রাগ হত। ‘মাস্টার ব্লাস্টার’এর সেই দিকটাও সেটাও তুলে প্রসাদ। তিনি বলেন, “শারজায় পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচে ওয়াসিম আক্রম ওকে ইনিংসের প্রথম বল বাউন্সার মারে। প্রায় ১৪৫ কিলোমিটার বেগে থাকা সেই বল ওর হেলমেটে গিয়ে সজোরে লাগে। তবুও সচিন যন্ত্রণায় ছটফট করেনি। বরং দ্বিতীয় ডেলিভারি একই গতিতে এলেও সচিন সেই বলকে হুক করে গ্যালারিতে ফেলে দেয়। এমন উদাহরণ ওর জীবনে অনেক আছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement