২০০২ সালে বাংলায় ভোটার সংখ্যা ছিল সাড়ে চার কোটির কিছু বেশি। ২০২৫ সালে রাজ্যে ভোটার সাড়ে সাত কোটির বেশি। দুই দশকে বেড়েছে তিন কোটিরও বেশি ভোটার। অনেকের অনুমান, এসআইআর হওয়ার পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৭৫ লক্ষ নাম। এদের সিংহভাগই হয় মৃত, নয় অন্যত্র চলে গিয়েছেন। আর অবৈধ ভোটারের সংখ্যা যোগ করলে বাদ পড়তে পারে কম করে এক কোটি নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম অথবা কমিশনের উল্লিখিত ১১টি নথির একটি দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে। এখন প্রশ্ন, তার পরেও কোনও কারণে নাম না থাকলে কী করণীয়?