ছবি: সংগৃহীত।
ব্যস্ত রাস্তার মাঝেই এক তরুণীকে বুকে চেপে ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে গেলেন তরুণ। অশালীন আচরণ করার পর অদ্ভুত দাবিও রাখলেন— তরুণীকে তাঁর প্রেমিকা হতে হবে। ঘটনাটি ২৮ সেপ্টেম্বর হংকংয়ের কজওয়ে বে-এর প্যাটারসন স্ট্রিটে ঘটে বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। তরুণীর সঙ্গে অভব্য আচরণ করার জন্য তরুণকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ জনবহুল এলাকায় দাঁড়িয়ে তরুণীকে শারীরিক ভাবে হেনস্থা করছেন। সকাল ৯:৩০টা নাগাদ পথের মাঝখানে তরুণীকে পিছন থেকে জাপটে ধরে ফেলেন যুবক। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্ত তরুণের নাম মোক। তিনি এক জন ইউটিউবার। এক মিনিটের ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণীকে শক্ত করে ধরে রয়েছেন বেগনি রঙের টি-শার্ট পরা মোক। তাঁর হাত তরুণীর বুকের অংশ স্পর্শ করছে। ইউটিউবারকে বলতে শোনা যায়, ‘‘আমার প্রেমিকা হতে হবে তোমাকে। আমি তোমাকে সত্যিই পছন্দ করি।’’ সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তরুণী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোক জোর করে তাঁর বান্ধবী হতে বাধ্য করার জন্য তরুণীর সঙ্গে এই ধরনের অশালীন আচরণ করে বসেন। আতঙ্কিত তরুণী মোকের হাত থেকে পালানোর চেষ্টা করেও তা করতে পারেননি। তরুণ শক্ত হাতে তরুণীকে পিছন থেকে আঁকড়ে ধরে ১০ মিটার টেনে নিয়ে যান। সৌভাগ্যবশত, পথচারীরা বিষয়টিতে হস্তক্ষেপ করে ৪১ বছরের তরুণীকে উদ্ধার করেন। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে আক্রান্ত তরুণী সমাজমাধ্যমে জানান, আক্রমণের সময় তিনি সুপারমার্কেটে যাচ্ছিলেন এবং আরও উল্লেখ করেন যে ওই তরুণ ইউটিউবারকে তিনি চিনতেন না।