Viral Video

চলন্ত বাইকে পরস্পরকে জড়িয়ে উদ্দাম আদর! ‘রোমিয়ো-জুলিয়েট’কে মোটা চালান ধরাল পুলিশ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী চলন্ত মোটরবাইকের জ্বালানি ট্যাঙ্কে বসে জড়িয়ে ধরছেন চালককে। পা দিয়ে আটকে রেখেছেন প্রেমিকের কোমর। দু’জনের মাথাতেই হেলমেট নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৩:১৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন তরুণ। জ্বালানি ট্যাঙ্কের উপর বসে তাঁর প্রেমিকা। সামনে তরুণের দিকে মুখ করে তাঁকে জড়িয়ে বসে রয়েছেন। পা দিয়ে জড়িয়ে রেখেছেন কোমর। দিনের বেলা চলন্ত বাইকে প্রকাশ্যেই চলছে তাঁদের আদর। অন্য দিকে, পাশ দিয়ে প্রবল গতিতে একের পর এক গাড়ি, বাইক বেরিয়ে যাচ্ছে। তাতেও পরোয়া নেই। ঝুঁকি নিয়ে একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। সেই ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করেছে খোদ পুলিশ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হাসির রোলও উঠেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী চলন্ত মোটরবাইকের জ্বালানি ট্যাঙ্কে বসে জড়িয়ে ধরছেন আরোহীকে। পা দিয়ে আটকে রেখেছেন প্রেমিকের কোমর। দু’জনের মাথাতেই হেলমেট নেই। দু’জনের কারও মুখও দেখা যাচ্ছে না। পাশ দিয়ে প্রবল গতিতে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। তার মধ্যেই বাইক ছুটছে। সেই বাইকের পিছনে থাকা একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ৫৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে তরুণকে।

ভিডিয়োটি উত্তরপ্রদেশ পুলিশের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। মজা করে করা সেই পোস্টে লেখা, ‘‘রোমিয়ো এবং জুলিয়েট নয়ডায় বাইক নিয়ে সিক্যুয়েলের চেষ্টা করেছিল। কিন্তু ক্লাইম্যাক্সে গানের বদলে ওদের হাতে মোটা চালান ধরানো হয়েছে। নিরাপদে গাড়ি চালাও, নিয়ম মেনে চলো এবং তোমার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দাও।’’ পুলিশের পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। মজা করে বাইকআরোহীদের সাবধান করার জন্য পুলিশের ‘রসিকতা’র প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এখানে প্রশ্ন হল জরিমানা কে দেবে! রোমিও না কি জুলিয়েট, না কি তাঁদের বাবা-মা!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশ পুলিশের বার্তা জনগণের স্বার্থে। সকলেরই নিয়ম মেনে চলা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement