Viral Video

রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে গেল তক্তাবোঝাই অটো, পা আটকে চাপা পড়লেন পথচারী, ভাইরাল ভিডিয়ো

তরুণের কাছাকাছি এসে অটোটি যেন ক্রমশ তাঁর দিকে হেলে পড়তে থাকল। কিছু বুঝে ওঠার আগেই তরুণ পথচারীর উপর উল্টে পড়ে অটোটি। বাড়ির খোলা উঠোন এবং অটোর মাঝে আটকে যায় তরুণের শরীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৪:৪০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বড় রাস্তা থেকে বাঁক নিয়ে সরু রাস্তায় অটো চালিয়ে ঢুকে পড়েছিলেন চালক। অটোর মাথায় চাপানো ছিল কাঠের ভারী তক্তা। বড় রাস্তার সোজা পথে দিব্যি অটো চালিয়ে যাচ্ছিলেন চালক। কিন্তু বাঁক ঘুরতেই ঘটল বিপদ। কিছু দূর এগিয়ে রাস্তায় অটো উল্টে পড়ে গেল। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী। অটো উল্টে সেই পথচারীর গায়ে পড়তেই যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণ। তাঁর পাশ দিয়ে একটি অটো অতিক্রম করছিল। কিন্তু তরুণের কাছাকাছি এসে সেই অটোটি ক্রমশ তাঁর দিকে হেলে পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তরুণ পথচারীর উপর উল্টে পড়ে অটোটি।

বাড়ির খোলা উঠোন এবং অটোর মাঝে আটকে যায় তরুণের শরীর। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তরুণকে উদ্ধার করার জন্য সেখানে ছুটে যান স্থানীয়েরা। অটোটি তুলে তার ফাঁক থেকে তরুণকে বার করার চেষ্টা করতে থাকেন তাঁরা। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ তরুণের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আবার এক জন নেটাগরিকের কথায়, ‘‘বিপদ যে কোথা থেকে, কী ভাবে এসে পড়ে তা বোঝা সত্যিই মুশকিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement