ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চারদিক বরফে ঢেকে গিয়েছে। এমন সুন্দর দিনে ঘুরতে বেরিয়েছে একটি বিশাল ভালুক। ঘুরতে ঘুরতে একটি উদ্যানে পৌঁছে যায় সে। উদ্যানের মাঝে স্লিপ দেখে বেজায় আনন্দ পায় ভালুকটি। তার পর স্লিপে চড়ে একা একাই খেলতে শুরু করে দেয় সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিয়ার_আইজি.ফ্যানস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বরফে ঢাকা একটি উদ্যানের মাঝে স্লিপে চড়ছে একটি বিশাল ভালুক। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। স্লিপের উপর কোনও রকমে উঠে দাঁড়িয়ে পড়ল সে।
তার পর সামনের দুই পা দিয়ে স্লিপের দু’দিকে চেপে ধরে খুব সাবধানে নীচে নামতে শুরু করল ভালুকটি। কিছুটা পিছলে গিয়ে নীচে নেমে আবার লাফিয়ে বরফে ঢাকা উদ্যানের উপর পড়ল সে। ভালুকের স্লিপে চড়ার এই ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক আবার মজা করে লিখেছেন, ‘‘দিনের বেলা পার্কে ঘুরতে এসে তো ভালই আনন্দ করা হচ্ছে। এ বার কি দোলনায় চড়ার পালা?’’