Viral Video

ক্লাসরুমে র‌্যাম্পওয়াক! শিক্ষকের নির্দেশে মডেলের মতো হাঁটাচলা করে আনন্দে মাতল খুদেরা, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

ইউনিফর্ম পরে ক্লাসরুমের বেঞ্চের সারির মাঝে মডেলিং করছে পড়ুয়ারা। কেউ কোমরে হাত দিয়ে সোজা হেঁটে যাচ্ছে। কেউ আবার মডেলের মতো হাঁটতে গিয়ে হেসেই গড়িয়ে পড়ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফ্যাশন সরণির কীই বা প্রয়োজন! ক্লাসরুমের ভিতরেই মডেলের মতো হেঁটে ফেলল পড়ুয়ারা। কোনও অনুষ্ঠানের জন্য নয়। পড়াশোনার মাঝে ছাত্রছাত্রীদের নির্মল আনন্দ দিতে এমনই নির্দেশ দিয়েছিলেন শিক্ষক। ছুটির ফাঁকে মডেলিং করে যারপরনাই আনন্দ পেল খুদেরা। সকলের মুখেই তখন খুশির ফোয়ারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কুউক.আইজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ইউনিফর্ম পরে ক্লাসরুমের বেঞ্চের সারির মাঝে মডেলিং করছে পড়ুয়ারা। কেউ কোমরে হাত দিয়ে সোজা হেঁটে যাচ্ছে। কেউ আবার মডেলের মতো হাঁটতে গিয়ে হেসেই গড়িয়ে পড়ছে। এই ঘটনাটি মেঘালয়ের একটি বিদ্যালয়ে ঘটেছে।

জানা গিয়েছে, তাদের শিক্ষকই নাকি পড়ার মাঝে মডেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন। কোনও অনুষ্ঠান উপলক্ষে নয়। মজার ছলেই ছাত্রছাত্রীদের আনন্দ দিতে চেয়েছিলেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে অধিকাংশ নেটব্যবহারকারী সেই শিক্ষকের প্রশংসা করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পড়ুয়াদের শুধুমাত্র কড়া শাসনে ভয় দেখিয়ে রাখলেই হয় না। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। বাচ্চাদের মুখের হাসি দেখে মন ভরে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement