ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বহু দিন কারাগারে বন্দি। হাজতবাসের শাস্তি ভোগ করতে চায় না অপরাধী। তাই জেল থেকে পালানোর ফন্দি আঁটল সে। দু’দিনের লাগাতার চেষ্টায় জেলের দেওয়াল ভাঙছিল সে। অবশেষে দেওয়ালে মস্ত বড় গর্ত করে সেখান থেকে নিজেকে গলিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিল সে। কিন্তু সেই গর্তে আটকে পড়ল সে। অর্ধেক শরীর দেওয়ালের বাইরে, বাকি অর্ধেকটা গর্তের অন্য দিকে। পালাতে গিয়ে দেওয়ালে ‘বন্দি’ হয়ে গেল বন্দি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ দেওয়ালের গর্তে আটকে গিয়েছেন। দেওয়াল ড্রিল করে তাঁকে সেখান থেকে বার করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ১৬ জুন ব্রাজিলের রিও ব্রানকো এলাকার একটি জেলে ঘটেছে। সেই তরুণ ওই জেলে বন্দি।
কারাগার থেকে পালানোর জন্য উতলা হয়ে উঠেছিল সে। টানা দু’দিন ধরে পেরেক এবং ঝাঁটা দিয়ে দেওয়ালে গর্ত খুঁড়ছিল বন্দি। গর্ত খোঁড়ার পর সেখান থেকে বেরোতে গেলে আটকে পড়ে অপরাধী। শরীরের অর্ধেকটা বাইরে বার করতে পারলেও বাকি অংশটুকু আর গর্তের বাইরে বার করতে পারে না সে। বন্দির কাণ্ড জানাজানি হতেই উদ্ধারকর্মীদের খবর পাঠানো হয়। দেওয়াল ড্রিল করে তাঁকে উদ্ধার করেন তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর আবার তাঁকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।