ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দল বেঁধে রাস্তায় ঘুরতে বেরিয়েছিল আটটি ভেড়া। ঘোরাঘুরি করতে করতে দিকবদল করে হঠাৎ সকলে মিলে ঢুকে পড়ল একটি পানশালায়। সেখানে ঢুকে ভাল করে ‘তদারকি’ করল তারা। পানশালার ভিতর ঘুরে দেখার পর আবার দল বেঁধে বেরিয়ে গেল ভেড়াগুলি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিবিসিইয়র্কশায়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভেড়ার দল রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ রাস্তার ধারে একটি পানশালা দেখে সেখানে সদলবলে ঢুকে পড়ল তারা। পানশালার ভিতরে কাজে ব্যস্ত ছিলেন দুই তরুণী কর্মী।
ভেড়ার দল দেখে হাতের কাজ ছেড়ে বাইরে বেরিয়ে এলেন তাঁরা। পানশালার ভিতর মলত্যাগ করে সেখান থেকে আবার দল বেঁধে বেরিয়ে গেল ভেড়াগুলি। ভেড়ার দলের কাণ্ডকারখানা দেখে হেসে কুটিকুটি হয়ে গেলেন দুই তরুণী। এই ঘটনাটি ইয়র্কশায়ারের আর্কেনডেলের একটি পানশালায় ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বন্ধুবান্ধবের সঙ্গে পানশালা যাওয়ার শখ হয়েছিল তাদের। শখ মিটিয়ে আবার সেখান থেকে বেরিয়ে গেল।’’